jugantor
অভিজিৎ হত্যাকারীদের শাস্তি দাবি
ঢাবিতে ছাত্র ধর্মঘট : বিভিন্ন সংগঠনের প্রতিবাদ

  বিশ্ববিদ্যালয় রিপোর্টার  

০৩ মার্চ ২০১৫, ০০:০০:০০  | 

মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে। প্রগতিশীল চারটি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত প্রগতিশীল ছাত্র জোট ধর্মঘটের ডাক দেয়। সোমবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রগতিশীল ছাত্র জোটের চারটি ছাত্র সংগঠন হল- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী। ধর্মঘট পালনে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় সংগঠনগুলোর নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচির মধ্যে চলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করেন তারা।

প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইকবাল কবীর, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লাকী আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় দফতর সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ছাত্র ফেডারেশনের ঢাবি সভাপতি মনোয়ার হোসেন মাসুদ প্রমুখ।

ধর্মঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী উপস্থিতি ছিল অনেকটা স্বাভাবিক। বেশিরভাগ বিভাগেই ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে সার্বিক নিরাপত্তা বিধানে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ভিসি চত্বর, দোয়েল চত্বরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন ছিল। তবে ধর্মঘটে কোনো নাশকতার ঘটনা ঘটেনি।

ফারাবীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি : প্রগতিশীল লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যায় সন্দেহভাজন ব্যক্তি শফিউর রহমান ফারাবীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)। বোয়াফ’র প্রতিষ্ঠাতা সভাপতি ব্লগার কবীর চৌধুরী তন্ময় প্রেরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। নিরাপত্তার জালে মোড়ানো টিসএসসির মতো জনবহুল এলাকায় আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বর্বর এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় আইনশৃংখলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ফারাবীর গ্রেফতারে তা কিছুটা হলেও প্রশমিত হয়েছে। এছাড়া ভোলা, বরিশাল, খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শাহবাগে ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী-জনতা সংহতি সমাবেশ : অভিজিৎ হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে আজ বিকাল ৩টায় রাজধানীর শাহবাগে ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী-জনতা সংহতি সমাবেশ করবে প্রগতিশীল ছাত্র জোট। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রগতিশীল শিক্ষকসহ সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের নেতারা অংশ নেবেন।



সাবমিট

অভিজিৎ হত্যাকারীদের শাস্তি দাবি

ঢাবিতে ছাত্র ধর্মঘট : বিভিন্ন সংগঠনের প্রতিবাদ
 বিশ্ববিদ্যালয় রিপোর্টার 
০৩ মার্চ ২০১৫, ১২:০০ এএম  | 
মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট কর্মসূচি পালন করা হয়েছে। প্রগতিশীল চারটি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত প্রগতিশীল ছাত্র জোট ধর্মঘটের ডাক দেয়। সোমবার সকাল ৭টা থেকে শুরু হওয়া এ ধর্মঘটে বেশ কয়েকটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রগতিশীল ছাত্র জোটের চারটি ছাত্র সংগঠন হল- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, বিপ্লবী ছাত্র মৈত্রী। ধর্মঘট পালনে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় সংগঠনগুলোর নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচির মধ্যে চলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করেন তারা।

প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সাইফুজ্জামান সাকন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইকবাল কবীর, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লাকী আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় দফতর সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, ছাত্র ফেডারেশনের ঢাবি সভাপতি মনোয়ার হোসেন মাসুদ প্রমুখ।

ধর্মঘটে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী উপস্থিতি ছিল অনেকটা স্বাভাবিক। বেশিরভাগ বিভাগেই ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে সার্বিক নিরাপত্তা বিধানে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ভিসি চত্বর, দোয়েল চত্বরসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন ছিল। তবে ধর্মঘটে কোনো নাশকতার ঘটনা ঘটেনি।

ফারাবীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি : প্রগতিশীল লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যায় সন্দেহভাজন ব্যক্তি শফিউর রহমান ফারাবীকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)। বোয়াফ’র প্রতিষ্ঠাতা সভাপতি ব্লগার কবীর চৌধুরী তন্ময় প্রেরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। নিরাপত্তার জালে মোড়ানো টিসএসসির মতো জনবহুল এলাকায় আইনশৃংখলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বর্বর এই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ায় আইনশৃংখলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ফারাবীর গ্রেফতারে তা কিছুটা হলেও প্রশমিত হয়েছে। এছাড়া ভোলা, বরিশাল, খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন জেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শাহবাগে ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী-জনতা সংহতি সমাবেশ : অভিজিৎ হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে আজ বিকাল ৩টায় রাজধানীর শাহবাগে ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী-জনতা সংহতি সমাবেশ করবে প্রগতিশীল ছাত্র জোট। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রগতিশীল শিক্ষকসহ সামাজিক, সাংস্কৃতিক আন্দোলনের নেতারা অংশ নেবেন।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র