jugantor
রাজধানীতে প্রথমবারের মতো হাসন রাজা লোক উৎসব

  সাংস্কৃতিক প্রতিবেদক  

০৩ মার্চ ২০১৫, ০০:০০:০০  | 

রাজধানীতে প্রথমবারের মতো মরমি কবি হাসন রাজা লোক উৎসবের আয়োজন করা হয়েছে। সোমবার বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। হাসন রাজা পরিষদ এ উৎসবের আয়োজন করেছে। আবুল মাল আবদুল মুহিত বলেন, আমি সিলেটের মানুষ। অল্প বয়সেই হাসন রাজার গানের সঙ্গে পরিচিত হই। হাসন রাজার জীবনদর্শন থেকে আমরা বাঙালি জাতি একটি সৎজীবনের আদর্শ খুঁজে পেতে পারি।

হাসন রাজা লোক উৎসবের আহ্বায়ক ড. একেএ মুবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, নর্দান ইউনিভার্সিটির প্রোভিসি ড. আনোয়ারুল করিম, নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোহিত-উল-আলম। স্বাগত বক্তব্য দেন মলয় চক্রবর্তী রাজু। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, আমি হাসন রাজার গানের ভক্ত।

চারুকলায় সিরো সাদোসিমার একক চিত্রপ্রদর্শনী শুরু : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে বংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমার একক চিত্রপ্রদর্শনী। সোমবার সন্ধ্যায় উন্মুক্ত করা হয় ‘দ্য রিমেমব্রেন্স অব এ কান্ট্রি : ফুল অব কালারস, ফুল অব শেডস’ শীর্ষক চিত্রকর্মগুলো। ৬ দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টের (এসপিবিএ) চেয়ারম্যান অঞ্জন চৌধুরী। অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল প্রদর্শনীটি কিউরেট করছেন। ২৩টি শিল্পকর্ম নানা রঙের তুলি দিয়ে ক্যানভাসে উপস্থাপন করেছেন জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমা। বাংলাদেশের বিভিন্ন স্থান ভ্রমণ ও স্মৃতি নিয়ে অ্যাক্রেলিক মাধ্যমে তিনি এই চিত্রগুলো এঁকেছেন। ২০১৩-২০১৫ সালের মধ্যেই এ চিত্রগুলো আঁকা।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ প্রদর্শনী সেটাকে আরও দৃঢ় করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক নিসার হোসেন, শিল্পী ওয়াকিলুর রহমান, আবুল বারক আলভী, রফি হকসহ অনেকে। আগামী ৭ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৭টা পর্যন্ত এ প্রদর্শনীটি চলবে।

শিল্পকলায় ‘পাইচো চোরের কিচ্ছা’ মঞ্চস্থ : সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে ঢাকা পদাতিকের ৩৪তম প্রযোজনা ‘পাইচো চোরের কিচ্ছা’। সোমবার ছিল নাটকটির ৪৩তম মঞ্চায়ন। নাটকে অভিনয় করেছেন সালাউদ্দিন রাহাত, মৌসুমী ইসলাম, ফরিদা ইয়াসমিন লোপা, সাবরিন আক্তার লিজা প্রমুখ।



সাবমিট

রাজধানীতে প্রথমবারের মতো হাসন রাজা লোক উৎসব

 সাংস্কৃতিক প্রতিবেদক 
০৩ মার্চ ২০১৫, ১২:০০ এএম  | 
রাজধানীতে প্রথমবারের মতো মরমি কবি হাসন রাজা লোক উৎসবের আয়োজন করা হয়েছে। সোমবার বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। হাসন রাজা পরিষদ এ উৎসবের আয়োজন করেছে। আবুল মাল আবদুল মুহিত বলেন, আমি সিলেটের মানুষ। অল্প বয়সেই হাসন রাজার গানের সঙ্গে পরিচিত হই। হাসন রাজার জীবনদর্শন থেকে আমরা বাঙালি জাতি একটি সৎজীবনের আদর্শ খুঁজে পেতে পারি।

হাসন রাজা লোক উৎসবের আহ্বায়ক ড. একেএ মুবিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, নর্দান ইউনিভার্সিটির প্রোভিসি ড. আনোয়ারুল করিম, নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর মোহিত-উল-আলম। স্বাগত বক্তব্য দেন মলয় চক্রবর্তী রাজু। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, আমি হাসন রাজার গানের ভক্ত।

চারুকলায় সিরো সাদোসিমার একক চিত্রপ্রদর্শনী শুরু : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে বংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমার একক চিত্রপ্রদর্শনী। সোমবার সন্ধ্যায় উন্মুক্ত করা হয় ‘দ্য রিমেমব্রেন্স অব এ কান্ট্রি : ফুল অব কালারস, ফুল অব শেডস’ শীর্ষক চিত্রকর্মগুলো। ৬ দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর ও সোসাইটি ফর প্রমোশন অব বাংলাদেশ আর্টের (এসপিবিএ) চেয়ারম্যান অঞ্জন চৌধুরী। অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল প্রদর্শনীটি কিউরেট করছেন। ২৩টি শিল্পকর্ম নানা রঙের তুলি দিয়ে ক্যানভাসে উপস্থাপন করেছেন জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমা। বাংলাদেশের বিভিন্ন স্থান ভ্রমণ ও স্মৃতি নিয়ে অ্যাক্রেলিক মাধ্যমে তিনি এই চিত্রগুলো এঁকেছেন। ২০১৩-২০১৫ সালের মধ্যেই এ চিত্রগুলো আঁকা।

সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এ প্রদর্শনী সেটাকে আরও দৃঢ় করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক নিসার হোসেন, শিল্পী ওয়াকিলুর রহমান, আবুল বারক আলভী, রফি হকসহ অনেকে। আগামী ৭ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৭টা পর্যন্ত এ প্রদর্শনীটি চলবে।

শিল্পকলায় ‘পাইচো চোরের কিচ্ছা’ মঞ্চস্থ : সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে মঞ্চস্থ হয়েছে ঢাকা পদাতিকের ৩৪তম প্রযোজনা ‘পাইচো চোরের কিচ্ছা’। সোমবার ছিল নাটকটির ৪৩তম মঞ্চায়ন। নাটকে অভিনয় করেছেন সালাউদ্দিন রাহাত, মৌসুমী ইসলাম, ফরিদা ইয়াসমিন লোপা, সাবরিন আক্তার লিজা প্রমুখ।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র