jugantor
চাঁদাবাজি ও গাড়ি ভাংচুর
টঙ্গীবাড়ীর দিঘিরপাড় ট্রান্সপোর্টের বাস চলাচল বন্ধ

  টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি  

০৩ মার্চ ২০১৫, ০০:০০:০০  | 

চাঁদাবাজি ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে সোমবার ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রেখেছিল টঙ্গীবাড়ীর দিঘিরপাড় ট্রান্সপোর্ট কোম্পানির বাস মালিক ও শ্রমিকরা। মুক্তারপুর সেতুর সংযোগস্থলে গাড়ি আড়াআড়ি রেখে রাস্তা অবরোধ করে রাখে তারা। পরে নারায়ণগঞ্জ পুলিশ চাঁদাবাজদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। তবে দিঘিরপাড় ট্রান্সপোর্ট লি. এর সব বাস চালাচল এ সড়কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এতে এ রাস্তায় যাতায়াতকারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এদিকে চাঁদাবাজরা দিঘিরপাড় ট্রান্সপোর্টের একটি বাস চালকসহ আটক করে রাখে। দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ পুলিশ বাসচালক সোহেলকে নারায়ণগঞ্জের কয়লার ঘাট এলাকা থেকে উদ্ধার করে। পরে আটককৃত বাসটিও উদ্ধার করে মুন্সীগঞ্জে নিয়ে আসা হয়।

ঢাকা আন্তঃজেলা মালিক সমিতির সেক্রেটারি মো. ছানাউল্লা জানান, নারায়ণগঞ্জের চরসৈয়দপুরের ফকির বাড়ির দেলোয়ার হোসেন দিঘিরপাড় ট্রান্সপোর্টের লি.-এর কাছ থেকে প্রতিদিন ৫ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করলে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের ফকির বাড়ির এলাকায় দিঘিরপাড় ট্রান্সপোর্টের গাড়ি থামিয়ে ভাংচুর চালায়। এ সময় দেলোয়ার হোসেনের সন্ত্রাসী বাহিনী ১০টি গাড়ি ভাংচুর করে এবং চালকসহ একটি বাস আটক করে রাখে। এর প্রতিবাদে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরে দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ পুলিশ কয়লারঘাট এলাকা থেকে বাসচালক সোহেলকে উদ্ধার করে। সদর থানা ট্রাফিক সার্জেন কামরুল হাসান বেগ জানান, নারায়ণগঞ্জ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।



সাবমিট
চাঁদাবাজি ও গাড়ি ভাংচুর

টঙ্গীবাড়ীর দিঘিরপাড় ট্রান্সপোর্টের বাস চলাচল বন্ধ

 টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 
০৩ মার্চ ২০১৫, ১২:০০ এএম  | 
চাঁদাবাজি ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে সোমবার ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রেখেছিল টঙ্গীবাড়ীর দিঘিরপাড় ট্রান্সপোর্ট কোম্পানির বাস মালিক ও শ্রমিকরা। মুক্তারপুর সেতুর সংযোগস্থলে গাড়ি আড়াআড়ি রেখে রাস্তা অবরোধ করে রাখে তারা। পরে নারায়ণগঞ্জ পুলিশ চাঁদাবাজদের গ্রেফতারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। তবে দিঘিরপাড় ট্রান্সপোর্ট লি. এর সব বাস চালাচল এ সড়কে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। এতে এ রাস্তায় যাতায়াতকারী যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। এদিকে চাঁদাবাজরা দিঘিরপাড় ট্রান্সপোর্টের একটি বাস চালকসহ আটক করে রাখে। দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ পুলিশ বাসচালক সোহেলকে নারায়ণগঞ্জের কয়লার ঘাট এলাকা থেকে উদ্ধার করে। পরে আটককৃত বাসটিও উদ্ধার করে মুন্সীগঞ্জে নিয়ে আসা হয়।

ঢাকা আন্তঃজেলা মালিক সমিতির সেক্রেটারি মো. ছানাউল্লা জানান, নারায়ণগঞ্জের চরসৈয়দপুরের ফকির বাড়ির দেলোয়ার হোসেন দিঘিরপাড় ট্রান্সপোর্টের লি.-এর কাছ থেকে প্রতিদিন ৫ হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকার করলে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের ফকির বাড়ির এলাকায় দিঘিরপাড় ট্রান্সপোর্টের গাড়ি থামিয়ে ভাংচুর চালায়। এ সময় দেলোয়ার হোসেনের সন্ত্রাসী বাহিনী ১০টি গাড়ি ভাংচুর করে এবং চালকসহ একটি বাস আটক করে রাখে। এর প্রতিবাদে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। পরে দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ পুলিশ কয়লারঘাট এলাকা থেকে বাসচালক সোহেলকে উদ্ধার করে। সদর থানা ট্রাফিক সার্জেন কামরুল হাসান বেগ জানান, নারায়ণগঞ্জ পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। আলোচনার মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র