jugantor
শেয়ারবাজারে দরপতন অব্যাহত

  যুগান্তর রিপোর্ট  

০৭ এপ্রিল ২০১৫, ০০:০০:০০  | 

সোমবারও দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মূল্যসূচক ও বাজারমূলধন কমেছে। এর মধ্যে ডিএসইর সূচক কমেছে ৩৩ পয়েন্ট এবং সিএসইর সূচক কমেছে ১২৩ পয়েন্ট। এছাড়া উভয় শেয়ারবাজারেই সোমবার লেনদেন আরও কমেছে। সূচকের ঊর্ধ্বগতি দিয়ে সোমবার ঢাকার শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। তবে তা বেশি সময় স্থায়ী হয়নি। প্রথম ৩০ মিনিটের মধ্যে নিুগামী প্রবণতা নেমে আসে। আর দিনের শেষ সময় পর্যন্ত তা অব্যাহত ছিল। দিনশেষে সোমবার ডিএসইতে ৩১০টি প্রতিষ্ঠানের ৬ কোটি ৫৩ লাখ শেয়ার ফান্ডের লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৩০৫ কোটি ৭ লাখ টাকা। আগের দিনের চেয়ে ৬ কোটি ৫৪ লাখ টাকা কম।



সাবমিট

শেয়ারবাজারে দরপতন অব্যাহত

 যুগান্তর রিপোর্ট 
০৭ এপ্রিল ২০১৫, ১২:০০ এএম  | 
সোমবারও দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) মূল্যসূচক ও বাজারমূলধন কমেছে। এর মধ্যে ডিএসইর সূচক কমেছে ৩৩ পয়েন্ট এবং সিএসইর সূচক কমেছে ১২৩ পয়েন্ট। এছাড়া উভয় শেয়ারবাজারেই সোমবার লেনদেন আরও কমেছে। সূচকের ঊর্ধ্বগতি দিয়ে সোমবার ঢাকার শেয়ারবাজারে লেনদেন শুরু হয়। তবে তা বেশি সময় স্থায়ী হয়নি। প্রথম ৩০ মিনিটের মধ্যে নিুগামী প্রবণতা নেমে আসে। আর দিনের শেষ সময় পর্যন্ত তা অব্যাহত ছিল। দিনশেষে সোমবার ডিএসইতে ৩১০টি প্রতিষ্ঠানের ৬ কোটি ৫৩ লাখ শেয়ার ফান্ডের লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৩০৫ কোটি ৭ লাখ টাকা। আগের দিনের চেয়ে ৬ কোটি ৫৪ লাখ টাকা কম।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র