jugantor
১ মে সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় শ্রমিক দল
প্রধান অতিথি খালেদা জিয়া

  যুগান্তর রিপোর্ট  

৩০ এপ্রিল ২০১৫, ০০:০০:০০  | 

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় শ্রমিক দল। পুলিশের অনুমতি পেলে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাতে সমাবেশ অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা করতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম দেখা করেন। পরে সাংবাদিকদের শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন জানান, আমরা ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। উদ্যান কর্তৃপক্ষের অনুমতি ইতিমধ্যে পেয়েছি। তবে এখনও পুলিশের অনুমতি মেলেনি। স্থায়ী কমিটির একজন সদস্য জানান, পুলিশের অনুমতি পেলে এ সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

খালেদা জিয়ার সঙ্গে আদর্শ ঢাকা আন্দোলনের নেতাদের বৈঠক : শ্রমিকদলের আগে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বিএনপিপন্থী আদর্শ ঢাকা আন্দোলনের নেতারা। এ বৈঠকের মধ্যদিয়ে ২৪ দিন পর প্রথম গুলশানের কার্যালয়ে অফিস করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত সোয়া ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা থেকে কার্যালয়ে আসেন। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে অংশ নেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, সদস্য সচিব শওকত মাহমুদ ছাড়াও আ ফ ম ইউসুফ হায়দার, জাফরউল্লাহ চৌধুরী ও সাংবাদিক মাহফুজউল্লাহ। বৈঠকের একপর্যায়ে উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালও এসে যোগ দেন। বৈঠকের পর অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ বলেন, আমরা কুশলবিনিময় করেছি। সিটি নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আমরা খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেছি। কী আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে যেসব অনিয়মের ঘটনা ঘটেছে, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।সাবমিট

১ মে সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় শ্রমিক দল

প্রধান অতিথি খালেদা জিয়া
 যুগান্তর রিপোর্ট 
৩০ এপ্রিল ২০১৫, ১২:০০ এএম  | 
১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় শ্রমিক দল। পুলিশের অনুমতি পেলে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাতে সমাবেশ অনুষ্ঠানের বিষয় নিয়ে আলোচনা করতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম দেখা করেন। পরে সাংবাদিকদের শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন জানান, আমরা ১ মে সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। উদ্যান কর্তৃপক্ষের অনুমতি ইতিমধ্যে পেয়েছি। তবে এখনও পুলিশের অনুমতি মেলেনি। স্থায়ী কমিটির একজন সদস্য জানান, পুলিশের অনুমতি পেলে এ সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

খালেদা জিয়ার সঙ্গে আদর্শ ঢাকা আন্দোলনের নেতাদের বৈঠক : শ্রমিকদলের আগে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বিএনপিপন্থী আদর্শ ঢাকা আন্দোলনের নেতারা। এ বৈঠকের মধ্যদিয়ে ২৪ দিন পর প্রথম গুলশানের কার্যালয়ে অফিস করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত সোয়া ৮টার দিকে বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা থেকে কার্যালয়ে আসেন। বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঘণ্টাব্যাপী চলা এ বৈঠকে অংশ নেন সংগঠনের আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ, সদস্য সচিব শওকত মাহমুদ ছাড়াও আ ফ ম ইউসুফ হায়দার, জাফরউল্লাহ চৌধুরী ও সাংবাদিক মাহফুজউল্লাহ। বৈঠকের একপর্যায়ে উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালও এসে যোগ দেন। বৈঠকের পর অধ্যাপক এমাজউদ্দীন আহমেদ বলেন, আমরা কুশলবিনিময় করেছি। সিটি নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে আমরা খালেদা জিয়ার সঙ্গে আলোচনা করেছি। কী আলোচনা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে যেসব অনিয়মের ঘটনা ঘটেছে, সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র