jugantor
সাভারে ব্র্যাকের সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে মতবিনিময়

  স্টাফ রিপোর্টার, সাভার  

৩০ এপ্রিল ২০১৫, ০০:০০:০০  | 

বুধবার ব্র্যাকের তালবাগার কার্যালয়ে ‘সড়কে নিরাপত্তা আমাদের অধিকার-বাস্তবায়নে চাই অঙ্গীকার’-এ স্লোগানকে সামনে রেখে সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোস্যাল চেঞ্জ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় সাভার প্রেস ক্লাবের সভাপতি জাভেদ মোস্তফার সভাপতিত্বে বক্তারা বিশ্বে সড়ক দুর্ঘটনা মহামারিতে পরিণত হয়েছে উল্লেখ করে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে সড়ক দুর্ঘটনা এখন পৃথিবীতে মানুষের মৃত্যুর ৮ম গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তুলে ধরেন। বক্তারা এ সময় জানান, সড়ক দুর্ঘটনার শিকার হয়ে বিশ্বে প্রতি বছর গড়ে প্রায় সাড়ে ১২ লাখ মানুষের মৃত্যু ঘটছে, আহত হচ্ছে আরও ২ থেকে ৫ কোটি। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কারণে নিু এবং মধ্য আয়ের দেশগুলোর জিডিপিতে বার্ষিক ক্ষতির পরিমাণ ১.২ শতাংশ। এ সময় ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার সোস্যাল চেঞ্জ শেখ মুজিবুল হক, আঞ্চলিক ব্যবস্থাপক তাপসী রায়, শহিদুল ইসলাম এবং রায়হান কবীর, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের ২৮ কর্মী উপস্থিত ছিলেন।সাবমিট

সাভারে ব্র্যাকের সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে মতবিনিময়

 স্টাফ রিপোর্টার, সাভার 
৩০ এপ্রিল ২০১৫, ১২:০০ এএম  | 
বুধবার ব্র্যাকের তালবাগার কার্যালয়ে ‘সড়কে নিরাপত্তা আমাদের অধিকার-বাস্তবায়নে চাই অঙ্গীকার’-এ স্লোগানকে সামনে রেখে সড়ক নিরাপত্তা কর্মসূচি ও অ্যাডভোকেসি ফর সোস্যাল চেঞ্জ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় সাভার প্রেস ক্লাবের সভাপতি জাভেদ মোস্তফার সভাপতিত্বে বক্তারা বিশ্বে সড়ক দুর্ঘটনা মহামারিতে পরিণত হয়েছে উল্লেখ করে বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে সড়ক দুর্ঘটনা এখন পৃথিবীতে মানুষের মৃত্যুর ৮ম গুরুত্বপূর্ণ কারণ হিসেবে তুলে ধরেন। বক্তারা এ সময় জানান, সড়ক দুর্ঘটনার শিকার হয়ে বিশ্বে প্রতি বছর গড়ে প্রায় সাড়ে ১২ লাখ মানুষের মৃত্যু ঘটছে, আহত হচ্ছে আরও ২ থেকে ৫ কোটি। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার কারণে নিু এবং মধ্য আয়ের দেশগুলোর জিডিপিতে বার্ষিক ক্ষতির পরিমাণ ১.২ শতাংশ। এ সময় ব্র্যাকের প্রোগ্রাম ম্যানেজার সোস্যাল চেঞ্জ শেখ মুজিবুল হক, আঞ্চলিক ব্যবস্থাপক তাপসী রায়, শহিদুল ইসলাম এবং রায়হান কবীর, ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের ২৮ কর্মী উপস্থিত ছিলেন। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র