jugantor
কলেজ শিক্ষকদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে
-জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

  গাজীপুর প্রতিনিধি  

৩০ এপ্রিল ২০১৫, ০০:০০:০০  | 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, শিগগিরই ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্বয়’ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা, লক্ষ্য ও আদর্শই হচ্ছে সর্বক্ষেত্রে জাতির উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির একমাত্র সোপান। স্বাধীনতার আকাক্সক্ষা, স্বপ্ন ও দীর্ঘ সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শিরোনামে ১০০ নম্বরের একটি কোর্স স্নাতক ও স্নাতক (সম্মান) শিক্ষা কার্যক্রমের সব শাখায় শিক্ষার্থীদের জন্য অবশ্য পাঠ্য করা হয়েছে। তিনি বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে কলেজ শিক্ষকদের ৯০তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আহমেদ কবির, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মোবারক হোসেন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ প্রমুখ।সাবমিট

কলেজ শিক্ষকদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে

-জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি
 গাজীপুর প্রতিনিধি 
৩০ এপ্রিল ২০১৫, ১২:০০ এএম  | 
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ বলেছেন, শিগগিরই ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্বয়’ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কলেজ শিক্ষকদের জন্য একটি বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, আমাদের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা, লক্ষ্য ও আদর্শই হচ্ছে সর্বক্ষেত্রে জাতির উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির একমাত্র সোপান। স্বাধীনতার আকাক্সক্ষা, স্বপ্ন ও দীর্ঘ সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ শিরোনামে ১০০ নম্বরের একটি কোর্স স্নাতক ও স্নাতক (সম্মান) শিক্ষা কার্যক্রমের সব শাখায় শিক্ষার্থীদের জন্য অবশ্য পাঠ্য করা হয়েছে। তিনি বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে কলেজ শিক্ষকদের ৯০তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার অধ্যাপক মো. নোমান উর রশীদ, কোর্স উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আহমেদ কবির, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মোবারক হোসেন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ প্রমুখ। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র