jugantor
ঢাকায় ডি ক্রুইফ

  স্পোর্টস রিপোর্টার  

৩০ এপ্রিল ২০১৫, ০০:০০:০০  | 

অবশেষে ঢাকায় এসেছেন জাতীয় ফুটবল দলের ডাচ কোচ ডি ক্রুইফ। বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলের দায়িত্ব নিতেই বুধবার সকালে এসেছেন তিনি। ১১ ও ১৬ জুনের ম্যাচের আগে বিদেশী দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান বলে জানান এই ডাচ কোচ। ক্রুইফের কথায়, ‘আমি ম্যাচ দুটির আগে বাফুফের কাছে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা বলেছি। একটি ম্যাচ খেলতে চেয়েছি ঢাকার বাইরে। ম্যাচটি বাহারাইনে হলে ভালো হয়।’ এদিকে নেদারল্যান্ডসে থাকাকালীন বেশকিছু বাংলাদেশ ফুটবলারের সন্ধান পেয়েছেন ক্রুইফ। এদের মধ্যে ওয়েলস, কার্ডিফ, নিউক্যাসলে রয়েছে একজন করে। দু’জন রয়েছেন নরওয়ে সিটি, একজন জাপানে এবং একজন জার্মানিতে। ক্রুইফ বলেন, ‘আমি ওদের খরব নিয়েছি, ওরা প্রত্যেকে তরুণ। বাফুফে যদি আমাকে অনুমতি দেয়, তবে এদের সর্ম্পকে খোঁজখবর নেব।’

কারাতের উন্মুক্ত ট্রায়াল : পাকিস্তানের লাহোরে ২০ মে শুরু হতে যাচ্ছে পাঞ্জাব আন্তর্জাতিক ক্রীড়া উৎসব। সেখানে অংশ নেবে বাংলাদেশ কারাতে দল। ওই ক্রীড়া উৎসবের লক্ষ্যে উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে কারাতে দল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ কারাতে ফেডারেশন।সাবমিট

ঢাকায় ডি ক্রুইফ

 স্পোর্টস রিপোর্টার 
৩০ এপ্রিল ২০১৫, ১২:০০ এএম  | 
অবশেষে ঢাকায় এসেছেন জাতীয় ফুটবল দলের ডাচ কোচ ডি ক্রুইফ। বিশ্বকাপ বাছাইপর্বে জাতীয় দলের দায়িত্ব নিতেই বুধবার সকালে এসেছেন তিনি। ১১ ও ১৬ জুনের ম্যাচের আগে বিদেশী দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান বলে জানান এই ডাচ কোচ। ক্রুইফের কথায়, ‘আমি ম্যাচ দুটির আগে বাফুফের কাছে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা বলেছি। একটি ম্যাচ খেলতে চেয়েছি ঢাকার বাইরে। ম্যাচটি বাহারাইনে হলে ভালো হয়।’ এদিকে নেদারল্যান্ডসে থাকাকালীন বেশকিছু বাংলাদেশ ফুটবলারের সন্ধান পেয়েছেন ক্রুইফ। এদের মধ্যে ওয়েলস, কার্ডিফ, নিউক্যাসলে রয়েছে একজন করে। দু’জন রয়েছেন নরওয়ে সিটি, একজন জাপানে এবং একজন জার্মানিতে। ক্রুইফ বলেন, ‘আমি ওদের খরব নিয়েছি, ওরা প্রত্যেকে তরুণ। বাফুফে যদি আমাকে অনুমতি দেয়, তবে এদের সর্ম্পকে খোঁজখবর নেব।’

কারাতের উন্মুক্ত ট্রায়াল : পাকিস্তানের লাহোরে ২০ মে শুরু হতে যাচ্ছে পাঞ্জাব আন্তর্জাতিক ক্রীড়া উৎসব। সেখানে অংশ নেবে বাংলাদেশ কারাতে দল। ওই ক্রীড়া উৎসবের লক্ষ্যে উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে কারাতে দল গঠন করতে যাচ্ছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র