jugantor
রানীশংকৈল পৌর নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত

  যুগান্তর রিপোর্ট  

১০ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০  | 

সীমানা জটিলতায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভা নির্বাচন ৬ মাসের জন্য স্থগিতের রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে কাউন্সিলর পদপ্রার্থী শরীফুল ইসলাম চলতি সপ্তাহে এ রিট আবেদন করেন। ওই আবেদনের ওপর মঙ্গল ও বুধবার শুনানি হয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম সুজন ও মাহফুজুল আলম মুন্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর শুভ্র। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামরুন মাহমুদ দীপা।

মাহফুজুল আলম মুন্না যুগান্তরকে বলেন, এই পৌরসভার সীমানা নির্ধারণের বিষয়টি এখনও পেন্ডিং রয়েছে। গেজেটও জারি হয়নি। এ অবস্থায় নির্বাচনী শিডিউল ঘোষণা হয়েছে। তাই রিট আবেদনটি করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত এ নির্বাচনের ওপর ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছেন। একই সঙ্গে সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই তফসিল ঘোষণা কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে। স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকসহ বিবাদীদের ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।সাবমিট

রানীশংকৈল পৌর নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত

 যুগান্তর রিপোর্ট 
১০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম  | 
সীমানা জটিলতায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভা নির্বাচন ৬ মাসের জন্য স্থগিতের রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি একেএম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে কাউন্সিলর পদপ্রার্থী শরীফুল ইসলাম চলতি সপ্তাহে এ রিট আবেদন করেন। ওই আবেদনের ওপর মঙ্গল ও বুধবার শুনানি হয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী নুরুল ইসলাম সুজন ও মাহফুজুল আলম মুন্না। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর শুভ্র। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী কামরুন মাহমুদ দীপা।

মাহফুজুল আলম মুন্না যুগান্তরকে বলেন, এই পৌরসভার সীমানা নির্ধারণের বিষয়টি এখনও পেন্ডিং রয়েছে। গেজেটও জারি হয়নি। এ অবস্থায় নির্বাচনী শিডিউল ঘোষণা হয়েছে। তাই রিট আবেদনটি করা হয়। রিটের শুনানি নিয়ে আদালত এ নির্বাচনের ওপর ৬ মাসের স্থগিতাদেশ দিয়েছেন। একই সঙ্গে সীমানা নির্ধারণ ও তা গেজেট আকারে প্রকাশ ছাড়াই তফসিল ঘোষণা কেন বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চাওয়া হয়েছে রুলে। স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসকসহ বিবাদীদের ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র