jugantor
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আজ

  যুগান্তর রিপোর্ট  

১০ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০  | 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। ২০১৫ সালে বিভিন্ন সময় সিনিয়র নেতাদের সঙ্গে বসলেও স্থায়ী কমিটির কোনো বৈঠক ডাকেননি তিনি। গত বছরের ডিসেম্বরে সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠক হয়। সূত্র জানায়, বৈঠকে আসন্ন পৌরসভা নিয়ে দলের করণীয়, শরীক দল বিশেষ করে জামায়াতকে কয়টি পৌরসভায় ছাড় দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এছাড়া তৃণমূল পুনর্গঠন নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। পৌরসভা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার আগে স্থায়ী কমিটির সদস্যদের মতামত না নেয়ায় দলের মধ্যে নানা সমালোচনা উঠে। জানা গেছে, পৌর নির্বাচনে দলের কৌশল নিয়ে আলোচনা করতে স্থায়ী কমিটি ছাড়া অন্য নেতাদের সঙ্গেও বৈঠক করবেন খালেদা জিয়া। ১২ ডিসেম্বর চেয়ারপারসনের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ আজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে এ সাক্ষাতের জন্য যাবেন পঙ্কজ।সাবমিট

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক আজ

 যুগান্তর রিপোর্ট 
১০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম  | 
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান। ২০১৫ সালে বিভিন্ন সময় সিনিয়র নেতাদের সঙ্গে বসলেও স্থায়ী কমিটির কোনো বৈঠক ডাকেননি তিনি। গত বছরের ডিসেম্বরে সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠক হয়। সূত্র জানায়, বৈঠকে আসন্ন পৌরসভা নিয়ে দলের করণীয়, শরীক দল বিশেষ করে জামায়াতকে কয়টি পৌরসভায় ছাড় দেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এছাড়া তৃণমূল পুনর্গঠন নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। পৌরসভা নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার আগে স্থায়ী কমিটির সদস্যদের মতামত না নেয়ায় দলের মধ্যে নানা সমালোচনা উঠে। জানা গেছে, পৌর নির্বাচনে দলের কৌশল নিয়ে আলোচনা করতে স্থায়ী কমিটি ছাড়া অন্য নেতাদের সঙ্গেও বৈঠক করবেন খালেদা জিয়া। ১২ ডিসেম্বর চেয়ারপারসনের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ আজ : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের কার্যালয়ে এ সাক্ষাতের জন্য যাবেন পঙ্কজ। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র