jugantor
মতবিনিময়ে মেয়র আনিসুল হক
বাসযোগ্য ঢাকা গড়তে মাস্তানি সহ্য করব না

  যুগান্তর রিপোর্ট  

১০ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০  | 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, আমি জনগণের প্রতিনিধি। জনগণ আমাকে নগর ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে। দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি দায়িত্বে অবহেলা পছন্দ করি না। মাস্তানি করেছিল তাই ডিএনসিসির ১৬৯ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছি। যে-ই মাস্তানি করবে তাকে সাইজ করে দেয়া হবে। বাসযোগ্য ঢাকা গড়তে কোনো মাস্তানি সহ্য করা হবে না। বুধবার মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ডিএনসিসি আয়োজিত মোহাম্মদপুর এলাকার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি এবং যানজট-মাদক নিয়ন্ত্রণবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহেদুল ইসলাম, এডিসি ট্রাফিক সাইফুল হক, শেরেবাংলা নগর এবং আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়, স্থানীয় কাউন্সিলর এবং এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা।সাবমিট
মতবিনিময়ে মেয়র আনিসুল হক

বাসযোগ্য ঢাকা গড়তে মাস্তানি সহ্য করব না

 যুগান্তর রিপোর্ট 
১০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম  | 
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, আমি জনগণের প্রতিনিধি। জনগণ আমাকে নগর ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছে। দায়িত্বশীল ব্যক্তি হিসেবে আমি দায়িত্বে অবহেলা পছন্দ করি না। মাস্তানি করেছিল তাই ডিএনসিসির ১৬৯ কর্মকর্তা-কর্মচারীকে বদলি করেছি। যে-ই মাস্তানি করবে তাকে সাইজ করে দেয়া হবে। বাসযোগ্য ঢাকা গড়তে কোনো মাস্তানি সহ্য করা হবে না। বুধবার মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারে ডিএনসিসি আয়োজিত মোহাম্মদপুর এলাকার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি এবং যানজট-মাদক নিয়ন্ত্রণবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ওয়াহেদুল ইসলাম, এডিসি ট্রাফিক সাইফুল হক, শেরেবাংলা নগর এবং আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয়, স্থানীয় কাউন্সিলর এবং এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিরা। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র