jugantor
জনশক্তি রফতানিতে সিন্ডিকেট গড়লেই কঠোর ব্যবস্থা

  সংসদ রিপোর্টার  

১০ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০  | 

বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে জনগণ প্রতারণার শিকার হচ্ছে এমন কোনো সিন্ডিকেট গ্রহণযোগ্য নয়। তাই বিদেশে জনশক্তি প্রেরণে কোনো ধরনের সিন্ডিকেট গড়ে উঠলেই এদের বিরুদ্ধে মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়েছে। কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. শাহাব উদ্দিন, মন্নুজান সুফিয়ান, মো. ইসরাফিল আলম ও মো. আয়েন উদ্দিন অংশ নেন। বিশেষ আমন্ত্রণে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বৈঠকে যোগ দেন। এ ছাড়া প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।সাবমিট

জনশক্তি রফতানিতে সিন্ডিকেট গড়লেই কঠোর ব্যবস্থা

 সংসদ রিপোর্টার 
১০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম  | 
বিদেশে জনশক্তি রফতানির ক্ষেত্রে জনগণ প্রতারণার শিকার হচ্ছে এমন কোনো সিন্ডিকেট গ্রহণযোগ্য নয়। তাই বিদেশে জনশক্তি প্রেরণে কোনো ধরনের সিন্ডিকেট গড়ে উঠলেই এদের বিরুদ্ধে মন্ত্রণালয়কে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ নির্দেশনা দেয়া হয়েছে। কমিটির সভাপতি নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. শাহাব উদ্দিন, মন্নুজান সুফিয়ান, মো. ইসরাফিল আলম ও মো. আয়েন উদ্দিন অংশ নেন। বিশেষ আমন্ত্রণে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বৈঠকে যোগ দেন। এ ছাড়া প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র