jugantor
জেগে উঠেছে সিংহ

  স্পোর্টস রিপোর্টার  

১০ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০  | 

গেইলের ঘুম ভাঙায় স্বভাবতই খুশি বরিশাল বুলস অধিনায়ক মাহমুদউল্লাহ। কাল গেইল-ঝড়ে চিটাগাং ভাইকিংস উড়ে যাওয়ার পর মাহমুদউল্লাহ বলেন, ‘এবারই প্রথম গেইলের সঙ্গে ব্যাট করলাম। খুবই ভালো লাগল। ওর সুন্দর ব্যাটিং কাছ থেকে দেখলাম। সাজঘরে ফেরার সময় কুপার বলছিল, সিংহ জেগে উঠেছে। শুনে খুবই ভালো লাগল।’ ‘গেইলের অমন বিধ্বংসী ব্যাটিং দেখে আমি মোটেও অবাক হইনি। ওর ক্ষমতা সম্পর্কে জানা আছে আমাদের। ও ব্যাট করার সময় শুধু ডানে-বাঁয়ে তাকিয়েছি। এরকম দেখতে আমি অভ্যস্ত নই। এত বড় বড় ছয়’, উচ্ছ্বাস ঝরে পড়ে অধিনায়কের কণ্ঠে। মাহমুদউল্লাহ বলেন, ‘ক্রিস গেইল একজনই। অসাধারণ ব্যাটিং। যেভাবে জিতলাম তাতে আমাদের রানরেট আরও বেড়েছে। সব মিলিয়ে দারুণ তৃপ্তিদায়ক।’ বাইশ গজে গেইল বিধ্বংসী হলেও ব্যক্তি হিসেবে বিনয়ী। এতবড় খেলোয়াড় হওয়ার পরও সবার সঙ্গে ভদ্র ব্যবহার করেন। তার কোনো অহংকার নেই বলে জানান মাহমুদউল্লাহ।সাবমিট

জেগে উঠেছে সিংহ

 স্পোর্টস রিপোর্টার 
১০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম  | 
গেইলের ঘুম ভাঙায় স্বভাবতই খুশি বরিশাল বুলস অধিনায়ক মাহমুদউল্লাহ। কাল গেইল-ঝড়ে চিটাগাং ভাইকিংস উড়ে যাওয়ার পর মাহমুদউল্লাহ বলেন, ‘এবারই প্রথম গেইলের সঙ্গে ব্যাট করলাম। খুবই ভালো লাগল। ওর সুন্দর ব্যাটিং কাছ থেকে দেখলাম। সাজঘরে ফেরার সময় কুপার বলছিল, সিংহ জেগে উঠেছে। শুনে খুবই ভালো লাগল।’ ‘গেইলের অমন বিধ্বংসী ব্যাটিং দেখে আমি মোটেও অবাক হইনি। ওর ক্ষমতা সম্পর্কে জানা আছে আমাদের। ও ব্যাট করার সময় শুধু ডানে-বাঁয়ে তাকিয়েছি। এরকম দেখতে আমি অভ্যস্ত নই। এত বড় বড় ছয়’, উচ্ছ্বাস ঝরে পড়ে অধিনায়কের কণ্ঠে। মাহমুদউল্লাহ বলেন, ‘ক্রিস গেইল একজনই। অসাধারণ ব্যাটিং। যেভাবে জিতলাম তাতে আমাদের রানরেট আরও বেড়েছে। সব মিলিয়ে দারুণ তৃপ্তিদায়ক।’ বাইশ গজে গেইল বিধ্বংসী হলেও ব্যক্তি হিসেবে বিনয়ী। এতবড় খেলোয়াড় হওয়ার পরও সবার সঙ্গে ভদ্র ব্যবহার করেন। তার কোনো অহংকার নেই বলে জানান মাহমুদউল্লাহ। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র