jugantor
ফিল্যান্ডারের চোট : স্টেইন ফিরছেন

   

১০ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০  | 

ভারতের বিপক্ষে বাঙ্গালোর টেস্টের আগে ইনজুরিতে পড়েন ভারনন ফিল্যান্ডার। পরে সিরিজ থেকেই ছিটকে পড়েন তিনি। এবার ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতে মাঠের বাইরে থাকবেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার। এক বিবৃতিতে ফিল্যান্ডারের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার টিম অফিসিয়ালরা। ভারতের কাছে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-০তে হেরে প্রোটিয়ারা দেশে ফেরার পর এমন ঘোষণা আসে। গত মাসে বাঙ্গালোরে সিরিজের দ্বিতীয় টেস্ট (১৪-১৮ নভেম্বর) শুরুর আগে অনুশীলনে বাঁ-পায়ের অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরিতে পড়েন ফিল্যান্ডার।

অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ডেল স্টেইনের ফেরার ব্যাপারে আশাবাদী প্রোটিয়ারা। বাঙ্গালোর টেস্টের মাঝপথে ইনজুরিতে ভুগে ফিল্যান্ডারের পর স্টেইনও ছিটকে যান। সেরে উঠছেন টেস্টের একনম্বর বোলার। ডারবানে ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু হবে। বাকি তিনটি ম্যাচ যথাক্রমে কেপটাউন (২-৬ জানুয়ারি), জোহানেসবার্গ (১৪-১৮ জানুয়ারি) ও সেঞ্চুরিয়নে (২২-২৬ জানুয়ারি)। টেস্ট সিরিজ শেষে পাঁচটি ওয়ানডে ও দুই ম্যাচের টি ২০ সিরিজে মুখোমুখি হবে দু’দল। ওয়েবসাইট।


 

সাবমিট

ফিল্যান্ডারের চোট : স্টেইন ফিরছেন

  
১০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম  | 

ভারতের বিপক্ষে বাঙ্গালোর টেস্টের আগে ইনজুরিতে পড়েন ভারনন ফিল্যান্ডার। পরে সিরিজ থেকেই ছিটকে পড়েন তিনি। এবার ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতে মাঠের বাইরে থাকবেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার। এক বিবৃতিতে ফিল্যান্ডারের অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ আফ্রিকার টিম অফিসিয়ালরা। ভারতের কাছে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-০তে হেরে প্রোটিয়ারা দেশে ফেরার পর এমন ঘোষণা আসে। গত মাসে বাঙ্গালোরে সিরিজের দ্বিতীয় টেস্ট (১৪-১৮ নভেম্বর) শুরুর আগে অনুশীলনে বাঁ-পায়ের অ্যাঙ্কেল (গোড়ালি) ইনজুরিতে পড়েন ফিল্যান্ডার।

অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ডেল স্টেইনের ফেরার ব্যাপারে আশাবাদী প্রোটিয়ারা। বাঙ্গালোর টেস্টের মাঝপথে ইনজুরিতে ভুগে ফিল্যান্ডারের পর স্টেইনও ছিটকে যান। সেরে উঠছেন টেস্টের একনম্বর বোলার। ডারবানে ২৬ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরু হবে। বাকি তিনটি ম্যাচ যথাক্রমে কেপটাউন (২-৬ জানুয়ারি), জোহানেসবার্গ (১৪-১৮ জানুয়ারি) ও সেঞ্চুরিয়নে (২২-২৬ জানুয়ারি)। টেস্ট সিরিজ শেষে পাঁচটি ওয়ানডে ও দুই ম্যাচের টি ২০ সিরিজে মুখোমুখি হবে দু’দল। ওয়েবসাইট।


 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র