প্রাথমিক টি ২০ দলে আবু হায়দার
স্পোর্টস রিপোর্টার | প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৫
জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তাবিত টি ২০ সিরিজের জন্য বুধবার প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রাথমিক দলে ডাক পাওয়া ২৭ ক্রিকেটারকে রোববার ট্রেনার মারিও ভিল্লাভারায়নের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) ভালো করায় প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি। এছাড়া জহুরুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ শহীদ ও কাজী নূরুল হাসান ডাক পেয়েছেন। জিম্বাবুয়ে এখন শারজায় আফগানিস্তার বিপক্ষে সিরিজ খেলছে। ১০ জানুয়ারি আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষে বাংলাদেশে আসবে তারা। জিম্বাবুয়ের বিপক্ষে সম্ভাব্য পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ প্রাথমিক দল : তামিম ইকবাল, সাব্বির রহমান, সৌম্য সরকার, মাশরাফি মুর্তজা, ইমরুল কায়েস, মুস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম, আবু হায়দার রনি, লিটন কুমার দাস, আল-আমিন হোসেন, এনামুল হক বিজয়, শফিউল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ মিঠুন, আবুল হাসান রাজু, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, কামরুল ইসলাম রাব্বি, মাহমুদউল্লাহ, আরাফাত সানি, নাসির হোসেন, সাকলাইন সজীব, কাজী নূরুল হাসান, সোহাগ গাজী ও শুভাগত হোম চৌধুরী।