jugantor
পুঠিয়ার লোকনাট্য উৎসবে শাহজাদপুরের স্বজনরা

  মো. মুমীদুজ্জামান জাহান  

১৩ মে ২০১৫, ০০:০০:০০  | 

গত ১২ এপ্রিল রোববার যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখা ও পূরবী থিয়েটারের ১০ সদস্য ৩ দিনব্যাপী রাজশাহীর পুঠিয়ার রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত বাংলা লোকনাট্য উৎসবের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, গম্ভীরা, বাউল গান, যাত্রাপালা ও লোকগান। তিন দিনব্যাপী এ লোকনাট্য উৎসেব প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিকমন্ত্রী বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, নওগাঁর আত্রাই-রানীনগর আসনের জাতীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, রাজশাহী-৫ (পুঠিয়া-দুূর্গাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা।

নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, কাজী সাঈদ হোসেন দুলাল, রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আবদুল হান্নান প্রমুখ। এ অনুষ্ঠানে রাজশাহী ও রংপুর জেলার প্রায় ১৯টি সংগঠন লোকনাট্য, বাউল গান, গম্ভীরা, লাঠি খেলা, যাত্রাপালাসহ নানা লোকজ অনুষ্ঠান পরিবেশন করে।

পুঠিয়া রাজবাড়ী হলরুমে যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখা, পূরবী থিয়েটার ও পুঠিয়ার চন্দ্রাবতী থিয়েটার যৌথভাবে বাউল সঙ্গীত পরিবেশন করে। এতে স্বজন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মুমীদুজ্জামান জাহান, তাকিবুন নাহার তাকি, মেহেদী হাসান হিমু, মিজানুর রহমান, নাছির উদ্দিন, আল আমিন হোসেন, মিঠু, আল মামুন, টিটু, আবদুর রাজ্জাক, সুরত আলী, আবদুর রউফ, শিশির, সনি, সুশান্ত, শুভ, সোহেল, তুষার, মামুন, রুদ্র, বিপ্লব, এনামুল, হিমেল, অসীম, আলীম, ইসহাক, বিপুল, রথিন, অজিত, ফিরোজ, সাইদুল, জিল্লু, আজিজুল প্রমূখ।

বাউল গান পরিবেশন করেন মিঠুন, আল মামুন, তাকিবুন নাহার, হিমু, আবদুর রাজ্জাক প্রমুখ। সাংস্কৃতিকমন্ত্রী আসাদুজ্জামান নূর বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও পূরবী থিয়েটারের সাধারণ সম্পাদক মো. মুমীদুজ্জামান জাহান ও ইসরাফিল আলম এমপির নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি পুঠিয়া রাজবাড়ী উপজেলা চত্বর ও মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাউল ও নাট্য শিল্পীরা নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে। এ সময় সব শহর উৎসবমুখর হয়ে ওঠে। শাহজাদপুর স্বজনদের এ অনুষ্ঠানে অংশগ্রহণে সহযোগিতা করেন শাহজাদপুরের একমাত্র অনলাইন পত্রিকা শাহজাদপুর সংবাদ ডট কম।


 

সাবমিট

পুঠিয়ার লোকনাট্য উৎসবে শাহজাদপুরের স্বজনরা

 মো. মুমীদুজ্জামান জাহান 
১৩ মে ২০১৫, ১২:০০ এএম  | 

গত ১২ এপ্রিল রোববার যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখা ও পূরবী থিয়েটারের ১০ সদস্য ৩ দিনব্যাপী রাজশাহীর পুঠিয়ার রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত বাংলা লোকনাট্য উৎসবের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, গম্ভীরা, বাউল গান, যাত্রাপালা ও লোকগান। তিন দিনব্যাপী এ লোকনাট্য উৎসেব প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিকমন্ত্রী বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি, নওগাঁর আত্রাই-রানীনগর আসনের জাতীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, রাজশাহী-৫ (পুঠিয়া-দুূর্গাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা।

নাট্য ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, কাজী সাঈদ হোসেন দুলাল, রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী আবদুল হান্নান প্রমুখ। এ অনুষ্ঠানে রাজশাহী ও রংপুর জেলার প্রায় ১৯টি সংগঠন লোকনাট্য, বাউল গান, গম্ভীরা, লাঠি খেলা, যাত্রাপালাসহ নানা লোকজ অনুষ্ঠান পরিবেশন করে।

পুঠিয়া রাজবাড়ী হলরুমে যুগান্তর স্বজন সমাবেশ শাহজাদপুর উপজেলা শাখা, পূরবী থিয়েটার ও পুঠিয়ার চন্দ্রাবতী থিয়েটার যৌথভাবে বাউল সঙ্গীত পরিবেশন করে। এতে স্বজন বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মুমীদুজ্জামান জাহান, তাকিবুন নাহার তাকি, মেহেদী হাসান হিমু, মিজানুর রহমান, নাছির উদ্দিন, আল আমিন হোসেন, মিঠু, আল মামুন, টিটু, আবদুর রাজ্জাক, সুরত আলী, আবদুর রউফ, শিশির, সনি, সুশান্ত, শুভ, সোহেল, তুষার, মামুন, রুদ্র, বিপ্লব, এনামুল, হিমেল, অসীম, আলীম, ইসহাক, বিপুল, রথিন, অজিত, ফিরোজ, সাইদুল, জিল্লু, আজিজুল প্রমূখ।

বাউল গান পরিবেশন করেন মিঠুন, আল মামুন, তাকিবুন নাহার, হিমু, আবদুর রাজ্জাক প্রমুখ। সাংস্কৃতিকমন্ত্রী আসাদুজ্জামান নূর বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা ও পূরবী থিয়েটারের সাধারণ সম্পাদক মো. মুমীদুজ্জামান জাহান ও ইসরাফিল আলম এমপির নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রাটি পুঠিয়া রাজবাড়ী উপজেলা চত্বর ও মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল থেকে আগত বাউল ও নাট্য শিল্পীরা নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করে। এ সময় সব শহর উৎসবমুখর হয়ে ওঠে। শাহজাদপুর স্বজনদের এ অনুষ্ঠানে অংশগ্রহণে সহযোগিতা করেন শাহজাদপুরের একমাত্র অনলাইন পত্রিকা শাহজাদপুর সংবাদ ডট কম।


 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র