jugantor
ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের ক্যাম্প শুরু

  স্পোর্টস রিপোর্টার  

০২ ফেব্রুয়ারি ২০১৫, ০০:০০:০০  | 

চারটি ডিসিপ্লিনের মাধ্যমে শুরু হল আসন্ন চতুর্থ ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের অনুশীলন ক্যাম্প। এগুলো হল- মহিলা কাবাডি, পুরুষ জিমন্যাস্টিকস, বক্সিং ও ভলিবল। রোববার দুপুরে ভলিবল, বক্সিং ও কাবাডি অনুশীলন ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় বিওএ’র উপ-মহাসচিব মো. মিজানুর রহমান মানু, এসএম ইমতিয়াজ খান বাবুল, আশিকুর রহমান মিকু এবং কোষাধ্যক্ষ কাজী রাজীবউদ্দীন আহমেদ চপল উপস্থিত ছিলেন। বাকি পাঁচটি ডিসিপ্লিনের অনুশীলন ক্যাম্প শুরু হবে বৃহস্পতিবার। ডিসিপ্লিনগুলো হল- অ্যাথলেটিকস, শুটিং, সুইমিং, ব্যাডমিন্টন ও মহিলা ফুটবল।



সাবমিট

ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের ক্যাম্প শুরু

 স্পোর্টস রিপোর্টার 
০২ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০০ এএম  | 
চারটি ডিসিপ্লিনের মাধ্যমে শুরু হল আসন্ন চতুর্থ ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসের অনুশীলন ক্যাম্প। এগুলো হল- মহিলা কাবাডি, পুরুষ জিমন্যাস্টিকস, বক্সিং ও ভলিবল। রোববার দুপুরে ভলিবল, বক্সিং ও কাবাডি অনুশীলন ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এ সময় বিওএ’র উপ-মহাসচিব মো. মিজানুর রহমান মানু, এসএম ইমতিয়াজ খান বাবুল, আশিকুর রহমান মিকু এবং কোষাধ্যক্ষ কাজী রাজীবউদ্দীন আহমেদ চপল উপস্থিত ছিলেন। বাকি পাঁচটি ডিসিপ্লিনের অনুশীলন ক্যাম্প শুরু হবে বৃহস্পতিবার। ডিসিপ্লিনগুলো হল- অ্যাথলেটিকস, শুটিং, সুইমিং, ব্যাডমিন্টন ও মহিলা ফুটবল।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র