jugantor
ড্রয়ের বৃত্তেই চেলসি-সিটি
ম্যানসিটি ১ : ১ চেলসি

   

০২ ফেব্রুয়ারি ২০১৫, ০০:০০:০০  | 

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের ম্যাচ মানেই ধুন্ধুমার লড়াইয়ের নিশ্চয়তা। কিন্তু বাস্তবে একঘেয়ে ফুটবল খেলে আরেকটি ম্যাড়ম্যাড়ে ড্র উপহার দিল চেলসি ও ম্যানসিটি। ইংলিশ প্রিমিয়ার লীগের ব্লকবাস্টার ম্যাচের স্কোরলাইন ১-১। মৌসুমের প্রথম সাক্ষাতেও ১-১ গোলে ড্র করেছিল চেলসি ও সিটি। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে শুরুতে এগিয়ে গিয়েও জয়োৎসব করতে পারেনি চেলসি।

শত্র“র দুর্গে সিটির এক পয়েন্ট নিশ্চিত করেন স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা। তবে এক পয়েন্টে খুশি হতে পারছেন না সিটি বস ম্যানুয়েল পেল্লেগ্রিনি। কারণ পুরো ম্যাচেই চালকের আসনে ছিল সিটিজেনরা। চেলসি রক্ষণাত্মক কৌশল বেছে নেয়ায় মহারণ পরিণত হয় পানসে ম্যাচে! চেলসির প্রাপ্তি এই, পাঁচ পয়েন্টের লিড ধরে রাখতে পেরেছে তারা। আর ম্যানসিটির প্রাপ্তি- ব্যবধান না কমলেও চেলসি তাদের নাগালের মধ্যেই আছে। ২৩ ম্যাচ শেষে চেলসি ও সিটির সংগ্রহ যথাক্রমে ৫৩ ও ৪৮ পয়েন্ট। তিন ম্যাচের নিষেধাজ্ঞায় দর্শক হয়ে যাওয়া ডিয়েগো কস্তার অনুস্থিতিতে চেলসি এদিন রক্ষণ সামলে আক্রমণে যাওয়ার কৌশল বেছে নিয়েছিল। পুরো ম্যাচে সিটির গোলে মাত্র তিনটি শট নিতে পেরেছে স্বাগতিকরা। ৪১ মিনিটে প্রথম আক্রমণ থেকেই চেলসিকে এগিয়ে দেন কস্তার জায়গায় প্রথম একাদশে সুযোগ পাওয়া ফরাসি ফরোয়ার্ড লোইক রেমি। তবে লিড বেশিক্ষণ ধরে রখতে পারেনি ব্ল–জরা। বিরতির ঠিক আগে দারুণ গোছানো এক আক্রমণ থেকে ঘুরে দাঁড়ায় সিটি। নাভাসের ক্রস চেলসির গোলকিপার থিবো কুর্তোয়া এক হাত দিয়ে ফিরিয়ে দিলেও বল পেয়ে যান আগুয়েরো। আর্জেন্টাইন ফরোয়ার্ডের শটে পা ছুঁইয়ে সিটিকে সমতায় ফেরান মিলভা। দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার গোটাতিনেক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি সিটিজেনরা। ড্র নিয়ে চেলসি কোচ হোসে মরিনহোর প্রতিক্রিয়া জানা যায়নি। কস্তার নির্বাসনের জন্য গণমাধ্যমকে দায়ী করে সংবাদ সম্মেলন বয়কট করেন তিনি। অন্যদিকে নেতিবাচক কৌশলের জন্য ব্লুজদের খোঁচা দিয়ে পেল্লেগ্রিনি বলেছেন, ‘প্রথমার্ধে তিনটি ভালো সুযোগ পেয়েছিলাম আমরা। আর চেলসি পুরো ম্যাচে তাদের একমাত্র সুযোগ থেকেই গোল করেছে। দ্বিতীয়র্ধে একটা শটও নিতে পরেনি তারা। এক পয়েন্টে আমি তাই খুশি নই। তবে ব্যবধান না কমলেও শিরোপা দৌড়ে ভালোভাবেই টিকে আছি আমরা।’ ওদিকে সিটির সঙ্গে ব্যবধান পাঁচ পয়েন্টে কমিয়ে এনেছে ম্যানইউ (৪৩)। পরশু লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে রেডডেভিলরা। ভ্যান পার্সি ও ফ্যালকাওয়ের লক্ষ্যভেদের পাশাপাশি মর্গানের আত্মঘাতী গোলে প্রথমার্ধেই নিশ্চিত হয়ে যায় ম্যানইউর জয়। আরেক ম্যাচে স্টার্লিং ও স্টুরিজের গোলে ওয়েস্ট হ্যামকে ২-০ ব্যবধানে হারিয়ে সাতে উঠে এসেছে লিভারপুল। এদিকে ইতালির সেরি-এ লীগে আবারও হোঁচট খেয়েছে রোমা। এম্পোলির সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা স্বপ্ন ধূসর হয়ে গেছে রোমানদের। বুন্দেসলীগায় বছরের প্রথম ম্যাচে বেয়ার লেভারকুসেনের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট টেবিলের তলানিতেই পড়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড। এএফপি।



সাবমিট

ড্রয়ের বৃত্তেই চেলসি-সিটি

ম্যানসিটি ১ : ১ চেলসি
  
০২ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০০ এএম  | 
পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দলের ম্যাচ মানেই ধুন্ধুমার লড়াইয়ের নিশ্চয়তা। কিন্তু বাস্তবে একঘেয়ে ফুটবল খেলে আরেকটি ম্যাড়ম্যাড়ে ড্র উপহার দিল চেলসি ও ম্যানসিটি। ইংলিশ প্রিমিয়ার লীগের ব্লকবাস্টার ম্যাচের স্কোরলাইন ১-১। মৌসুমের প্রথম সাক্ষাতেও ১-১ গোলে ড্র করেছিল চেলসি ও সিটি। শনিবার স্ট্যামফোর্ড ব্রিজে শুরুতে এগিয়ে গিয়েও জয়োৎসব করতে পারেনি চেলসি।

শত্র“র দুর্গে সিটির এক পয়েন্ট নিশ্চিত করেন স্প্যানিশ মিডফিল্ডার ডেভিড সিলভা। তবে এক পয়েন্টে খুশি হতে পারছেন না সিটি বস ম্যানুয়েল পেল্লেগ্রিনি। কারণ পুরো ম্যাচেই চালকের আসনে ছিল সিটিজেনরা। চেলসি রক্ষণাত্মক কৌশল বেছে নেয়ায় মহারণ পরিণত হয় পানসে ম্যাচে! চেলসির প্রাপ্তি এই, পাঁচ পয়েন্টের লিড ধরে রাখতে পেরেছে তারা। আর ম্যানসিটির প্রাপ্তি- ব্যবধান না কমলেও চেলসি তাদের নাগালের মধ্যেই আছে। ২৩ ম্যাচ শেষে চেলসি ও সিটির সংগ্রহ যথাক্রমে ৫৩ ও ৪৮ পয়েন্ট। তিন ম্যাচের নিষেধাজ্ঞায় দর্শক হয়ে যাওয়া ডিয়েগো কস্তার অনুস্থিতিতে চেলসি এদিন রক্ষণ সামলে আক্রমণে যাওয়ার কৌশল বেছে নিয়েছিল। পুরো ম্যাচে সিটির গোলে মাত্র তিনটি শট নিতে পেরেছে স্বাগতিকরা। ৪১ মিনিটে প্রথম আক্রমণ থেকেই চেলসিকে এগিয়ে দেন কস্তার জায়গায় প্রথম একাদশে সুযোগ পাওয়া ফরাসি ফরোয়ার্ড লোইক রেমি। তবে লিড বেশিক্ষণ ধরে রখতে পারেনি ব্ল–জরা। বিরতির ঠিক আগে দারুণ গোছানো এক আক্রমণ থেকে ঘুরে দাঁড়ায় সিটি। নাভাসের ক্রস চেলসির গোলকিপার থিবো কুর্তোয়া এক হাত দিয়ে ফিরিয়ে দিলেও বল পেয়ে যান আগুয়েরো। আর্জেন্টাইন ফরোয়ার্ডের শটে পা ছুঁইয়ে সিটিকে সমতায় ফেরান মিলভা। দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার গোটাতিনেক সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি সিটিজেনরা। ড্র নিয়ে চেলসি কোচ হোসে মরিনহোর প্রতিক্রিয়া জানা যায়নি। কস্তার নির্বাসনের জন্য গণমাধ্যমকে দায়ী করে সংবাদ সম্মেলন বয়কট করেন তিনি। অন্যদিকে নেতিবাচক কৌশলের জন্য ব্লুজদের খোঁচা দিয়ে পেল্লেগ্রিনি বলেছেন, ‘প্রথমার্ধে তিনটি ভালো সুযোগ পেয়েছিলাম আমরা। আর চেলসি পুরো ম্যাচে তাদের একমাত্র সুযোগ থেকেই গোল করেছে। দ্বিতীয়র্ধে একটা শটও নিতে পরেনি তারা। এক পয়েন্টে আমি তাই খুশি নই। তবে ব্যবধান না কমলেও শিরোপা দৌড়ে ভালোভাবেই টিকে আছি আমরা।’ ওদিকে সিটির সঙ্গে ব্যবধান পাঁচ পয়েন্টে কমিয়ে এনেছে ম্যানইউ (৪৩)। পরশু লেস্টার সিটিকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে রেডডেভিলরা। ভ্যান পার্সি ও ফ্যালকাওয়ের লক্ষ্যভেদের পাশাপাশি মর্গানের আত্মঘাতী গোলে প্রথমার্ধেই নিশ্চিত হয়ে যায় ম্যানইউর জয়। আরেক ম্যাচে স্টার্লিং ও স্টুরিজের গোলে ওয়েস্ট হ্যামকে ২-০ ব্যবধানে হারিয়ে সাতে উঠে এসেছে লিভারপুল। এদিকে ইতালির সেরি-এ লীগে আবারও হোঁচট খেয়েছে রোমা। এম্পোলির সঙ্গে ১-১ গোলে ড্র করে শিরোপা স্বপ্ন ধূসর হয়ে গেছে রোমানদের। বুন্দেসলীগায় বছরের প্রথম ম্যাচে বেয়ার লেভারকুসেনের সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট টেবিলের তলানিতেই পড়ে আছে বরুশিয়া ডর্টমুন্ড। এএফপি।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র