jugantor
ইংল্যান্ডের সামনে ‘ক্লান্ত’ শ্রীলংকা

   

২৮ ফেব্রুয়ারি ২০১৫, ০০:০০:০০  | 

মেলবোর্নে বাংলাদেশের বিপক্ষে ৯২ রানের বড়সড় জয়ে আত্মবিশ্বাসের রসদ পেয়ে গেছে শ্রীলংকা। আগামীকাল ভোরে ওয়েলিংটনে তাদের পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। তবে এ ম্যাচে লংকানদের আরেক প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে ক্লান্তি। বিশ্বকাপের শুরু থেকেই তাসমান সাগর পাড়ি দিতে দিতে ক্লান্ত সাঙ্গাকারারা। মেলবোর্ন জয়ের পর কালই আবার নিউজিল্যান্ডে উড়াল দিতে হয়েছে তাদের। আজ বিশ্রামে থাকাবেন খেলোয়াড়রা। ফলে ইংল্যান্ড ম্যাচের আগে সেভাবে অনুশীলনের সুযোগ মিলছে না। এছাড়া আট দিনের ব্যবধানে এটি শ্রীলংকার তৃতীয় ম্যাচ। ভ্রমণ ক্লান্তি আর ব্যস্ত সূচি নিয়ে বেশ ক্ষুব্ধ লংকানরা। অবশ্য তাদের প্রতিপক্ষও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে শোচনীয় হারের পর স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পেলেও এখনও বিপদ কাটেনি ইংল্যান্ডের। প্রতিটি ম্যাচই তাদের জন্য ফাইনাল। ওয়েলিংটনে খেলা বলে চাপা আতংকের মধ্যে আছে ইংলিশরা। ২০ ফেব্র“য়ারি এ মাঠেই তাদের ওপর ‘স্টিম রোলার’ চালিয়েছিল নিউজিল্যান্ড। এএফপি।



সাবমিট

ইংল্যান্ডের সামনে ‘ক্লান্ত’ শ্রীলংকা

  
২৮ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০০ এএম  | 
মেলবোর্নে বাংলাদেশের বিপক্ষে ৯২ রানের বড়সড় জয়ে আত্মবিশ্বাসের রসদ পেয়ে গেছে শ্রীলংকা। আগামীকাল ভোরে ওয়েলিংটনে তাদের পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। তবে এ ম্যাচে লংকানদের আরেক প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে ক্লান্তি। বিশ্বকাপের শুরু থেকেই তাসমান সাগর পাড়ি দিতে দিতে ক্লান্ত সাঙ্গাকারারা। মেলবোর্ন জয়ের পর কালই আবার নিউজিল্যান্ডে উড়াল দিতে হয়েছে তাদের। আজ বিশ্রামে থাকাবেন খেলোয়াড়রা। ফলে ইংল্যান্ড ম্যাচের আগে সেভাবে অনুশীলনের সুযোগ মিলছে না। এছাড়া আট দিনের ব্যবধানে এটি শ্রীলংকার তৃতীয় ম্যাচ। ভ্রমণ ক্লান্তি আর ব্যস্ত সূচি নিয়ে বেশ ক্ষুব্ধ লংকানরা। অবশ্য তাদের প্রতিপক্ষও খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে শোচনীয় হারের পর স্কটল্যান্ডের বিপক্ষে জয়ের দেখা পেলেও এখনও বিপদ কাটেনি ইংল্যান্ডের। প্রতিটি ম্যাচই তাদের জন্য ফাইনাল। ওয়েলিংটনে খেলা বলে চাপা আতংকের মধ্যে আছে ইংলিশরা। ২০ ফেব্র“য়ারি এ মাঠেই তাদের ওপর ‘স্টিম রোলার’ চালিয়েছিল নিউজিল্যান্ড। এএফপি।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র