jugantor
ইংল্যান্ডকে আথারটনের পরামর্শ

   

০৪ মার্চ ২০১৫, ০০:০০:০০  | 

‘ইংল্যান্ডের বিশ্বকাপ-ভাগ্য সুতার ওপর ঝুলছে। তাই চুপ করে বসে থাকা যায় না।’ বক্তা মাইক আথারটন। সাবেক ইংলিশ অধিনায়ক। সোমবার অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ইংল্যান্ডের। চার ম্যাচে মাত্র একটি জয়। দুই পয়েন্ট নিয়ে এ-গ্র“পে ষষ্ঠ স্থানে ইংল্যান্ড। ত্রাহি অবস্থা তাদের। আথারটনের পরামর্শ, ‘অ্যালেক্স হেলসকে টপঅর্ডারে মঈন আলীর সঙ্গে ব্যাট করতে পাঠাতে হবে। এরপরই নামবে ইয়ান বেল।’ তার মতে, ইংল্যান্ডকে জোর দিতে হবে রানরেট বাড়ানোর ওপর। ওয়েবসাইট।



সাবমিট

ইংল্যান্ডকে আথারটনের পরামর্শ

  
০৪ মার্চ ২০১৫, ১২:০০ এএম  | 
‘ইংল্যান্ডের বিশ্বকাপ-ভাগ্য সুতার ওপর ঝুলছে। তাই চুপ করে বসে থাকা যায় না।’ বক্তা মাইক আথারটন। সাবেক ইংলিশ অধিনায়ক। সোমবার অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ ইংল্যান্ডের। চার ম্যাচে মাত্র একটি জয়। দুই পয়েন্ট নিয়ে এ-গ্র“পে ষষ্ঠ স্থানে ইংল্যান্ড। ত্রাহি অবস্থা তাদের। আথারটনের পরামর্শ, ‘অ্যালেক্স হেলসকে টপঅর্ডারে মঈন আলীর সঙ্গে ব্যাট করতে পাঠাতে হবে। এরপরই নামবে ইয়ান বেল।’ তার মতে, ইংল্যান্ডকে জোর দিতে হবে রানরেট বাড়ানোর ওপর। ওয়েবসাইট।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র