jugantor
স্টার্লিংয়ের ওপর রিয়ালের চোখ

   

০৮ এপ্রিল ২০১৫, ০০:০০:০০  | 

জিনেদিন জিদান জানিয়েছেন, লিভারপুল স্ট্রাইকার রাহিম স্টার্লিংকে পর্যবেক্ষণে রেখেছে রিয়াল মাদ্রিদ। এর আগে স্টার্লিং বিবিসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অর্থের কাছে বিক্রি হতে চান না তিনি। অলরেডদের হয়ে খেলা চালিয়ে যেতে চান। অ্যানফিল্ডের সঙ্গে ২০ বছর বয়সী এ তরুণের ২০১৭ সাল পর্যন্ত চুক্তি। এদিকে রিয়ালের সহকারী কোচের দায়িত্ব পালন করা ফরাসি লিজেন্ড জিদান জানিয়েছেন, লা গ্যালাটিকোসরা স্টার্লিংয়ের ওপর নজর রাখছে। জিদান বলেন, ‘আমরা জানি কে এই স্টার্লিং। একজন ফুটবলার হিসেবে আমরা তার ওপর নজর রাখছি।’ ফ্রান্সের ’৯৮ বিশ্বকাপজয়ী এ তারকা বলেন, ‘বিশ্বে অল্প কিছু ফুটবলার আছে, যারা রিয়ালে খেলার জন্য নিজেদের যোগ্য প্রমাণ করেছে। আমরা সব সময় সেরা তরুণ ফুটবলারদের পর্যবেক্ষণ করে থাকি।’ তিনি বলেন, ‘এর আগে আমরা গ্যারেথ বেল, ইসকো ও ভারানেকে পর্যবেক্ষণ করে দলে নিয়েছি।’ ওয়েবসাইট।



সাবমিট

স্টার্লিংয়ের ওপর রিয়ালের চোখ

  
০৮ এপ্রিল ২০১৫, ১২:০০ এএম  | 
জিনেদিন জিদান জানিয়েছেন, লিভারপুল স্ট্রাইকার রাহিম স্টার্লিংকে পর্যবেক্ষণে রেখেছে রিয়াল মাদ্রিদ। এর আগে স্টার্লিং বিবিসি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অর্থের কাছে বিক্রি হতে চান না তিনি। অলরেডদের হয়ে খেলা চালিয়ে যেতে চান। অ্যানফিল্ডের সঙ্গে ২০ বছর বয়সী এ তরুণের ২০১৭ সাল পর্যন্ত চুক্তি। এদিকে রিয়ালের সহকারী কোচের দায়িত্ব পালন করা ফরাসি লিজেন্ড জিদান জানিয়েছেন, লা গ্যালাটিকোসরা স্টার্লিংয়ের ওপর নজর রাখছে। জিদান বলেন, ‘আমরা জানি কে এই স্টার্লিং। একজন ফুটবলার হিসেবে আমরা তার ওপর নজর রাখছি।’ ফ্রান্সের ’৯৮ বিশ্বকাপজয়ী এ তারকা বলেন, ‘বিশ্বে অল্প কিছু ফুটবলার আছে, যারা রিয়ালে খেলার জন্য নিজেদের যোগ্য প্রমাণ করেছে। আমরা সব সময় সেরা তরুণ ফুটবলারদের পর্যবেক্ষণ করে থাকি।’ তিনি বলেন, ‘এর আগে আমরা গ্যারেথ বেল, ইসকো ও ভারানেকে পর্যবেক্ষণ করে দলে নিয়েছি।’ ওয়েবসাইট।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র