jugantor
আজাদ চ্যাম্পিয়ন

  স্পোর্টস রিপোর্টার  

১০ মে ২০১৫, ০০:০০:০০  | 

মার্সেল প্রথম উন্মুক্ত মহিলা বিচ কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব। শনিবার কক্সবাজারের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত ফাইনালে তারা ৫৩-৫১ পয়েন্টে জুরাইন জনতা ক্লাবকে হারিয়ে শিরোপা জেতে। প্রতিযোগিতায় তৃতীয় ইন্সটিটিউট অব কাবাডি ঢাকা এবং চতুর্থ হয়েছে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার মহিলা বিচ কাবাডি দল। সেরা খেলোয়াড় আজাদ স্পোর্টিং ক্লাবের মাছুরা আক্তার। চ্যাম্পিয়ন দল ২০ হাজার ও রানার্সআপ দল ১০ হাজার টাকা প্রাইজমানি পায়।

ওপেন র‌্যাংকিং টিটি : প্রাইজমানি ওপেন (র‌্যাংকিং) টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হবে ২২ মে। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তিনদিনব্যাপী টুর্নামেন্টের ইভেন্টগুলো হল- পুরুষ, মহিলা, বালক ও বালিকা একক।



সাবমিট

আজাদ চ্যাম্পিয়ন

 স্পোর্টস রিপোর্টার 
১০ মে ২০১৫, ১২:০০ এএম  | 
মার্সেল প্রথম উন্মুক্ত মহিলা বিচ কাবাডিতে চ্যাম্পিয়ন হয়েছে আজাদ স্পোর্টিং ক্লাব। শনিবার কক্সবাজারের লাবণী পয়েন্টে অনুষ্ঠিত ফাইনালে তারা ৫৩-৫১ পয়েন্টে জুরাইন জনতা ক্লাবকে হারিয়ে শিরোপা জেতে। প্রতিযোগিতায় তৃতীয় ইন্সটিটিউট অব কাবাডি ঢাকা এবং চতুর্থ হয়েছে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার মহিলা বিচ কাবাডি দল। সেরা খেলোয়াড় আজাদ স্পোর্টিং ক্লাবের মাছুরা আক্তার। চ্যাম্পিয়ন দল ২০ হাজার ও রানার্সআপ দল ১০ হাজার টাকা প্রাইজমানি পায়।

ওপেন র‌্যাংকিং টিটি : প্রাইজমানি ওপেন (র‌্যাংকিং) টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হবে ২২ মে। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তিনদিনব্যাপী টুর্নামেন্টের ইভেন্টগুলো হল- পুরুষ, মহিলা, বালক ও বালিকা একক।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র