jugantor
‘বার্সায় মেসিই সেরা’

   

১০ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০  | 

চোটের কারণে লিওনেল মেসির মাঠের বাইরে থাকার সময়ে তার অনুপস্থিতি বুঝতেই দেননি নেইমার-লুইস সুয়ারেজ জুটি। তারপরও ন্যুক্যাম্পের আবহটা আছে আগের মতোই। সেরা খেলোয়াড়ের প্রশ্নে এখনও মেসি অপ্রতিদ্বন্দ্বী বলে বিশ্বাস উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজের। হাঁটুর চোটে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন মেসি। ওই সময়ে দারুণ খেলে দলকে একের পর এক জয় এনে দেন নেইমার, সুয়ারেজরা। তাদের দাপুটে পারফরম্যান্সে বার্সেলোনা হয়ে ওঠে অদম্য, লা লীগার শীর্ষেও উঠে আসে দলটি। এ মৌসুমে নেইমার ও সুয়ারেজ মিলে এখন পর্যন্ত ৩৫ গোল করেছেন। ১৪ গোল নিয়ে লা লীগার সর্বোচ্চ গোলদাতা নেইমার চ্যাম্পিয়ন্স লীগে করেছেন দুটি গোল। লীগে দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি গোল করা সুয়ারেজের চ্যাম্পিয়ন্স লীগের গোল ৫টি। উয়েফা সুপার কাপেও একটি গোল করেছিলেন সুয়ারেজ। অসাধারণ এই পারফরম্যান্সের পরও এত দিনের সেরা তারকা মেসিকেই শ্রেষ্ঠত্বের আসনে রাখছেন সুয়ারেজ। ওয়েবসাইট।সাবমিট

‘বার্সায় মেসিই সেরা’

  
১০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম  | 
চোটের কারণে লিওনেল মেসির মাঠের বাইরে থাকার সময়ে তার অনুপস্থিতি বুঝতেই দেননি নেইমার-লুইস সুয়ারেজ জুটি। তারপরও ন্যুক্যাম্পের আবহটা আছে আগের মতোই। সেরা খেলোয়াড়ের প্রশ্নে এখনও মেসি অপ্রতিদ্বন্দ্বী বলে বিশ্বাস উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজের। হাঁটুর চোটে প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলেন মেসি। ওই সময়ে দারুণ খেলে দলকে একের পর এক জয় এনে দেন নেইমার, সুয়ারেজরা। তাদের দাপুটে পারফরম্যান্সে বার্সেলোনা হয়ে ওঠে অদম্য, লা লীগার শীর্ষেও উঠে আসে দলটি। এ মৌসুমে নেইমার ও সুয়ারেজ মিলে এখন পর্যন্ত ৩৫ গোল করেছেন। ১৪ গোল নিয়ে লা লীগার সর্বোচ্চ গোলদাতা নেইমার চ্যাম্পিয়ন্স লীগে করেছেন দুটি গোল। লীগে দ্বিতীয় সর্বোচ্চ ১৩টি গোল করা সুয়ারেজের চ্যাম্পিয়ন্স লীগের গোল ৫টি। উয়েফা সুপার কাপেও একটি গোল করেছিলেন সুয়ারেজ। অসাধারণ এই পারফরম্যান্সের পরও এত দিনের সেরা তারকা মেসিকেই শ্রেষ্ঠত্বের আসনে রাখছেন সুয়ারেজ। ওয়েবসাইট। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র