jugantor
রোনাল্ডোর বাড়িতে ফার্গুসন

   

১০ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০  | 

নিছক ঘুরতে যাওয়া? নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরানোর উদ্যোগ? স্যার অ্যালেক্স ফার্গুসনের স্পেনের সাম্প্রতিক সফর এবং রোনাল্ডোর বাড়িতে ঘুরতে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। পুরনো ছাত্রের সঙ্গে তার সম্পর্ক যে বরাবরই ভালো, সে খবর কারও জানতে বাকি নেই। ২০০৯ সালে রোনাল্ডো ম্যানইউ ছেড়ে দেয়ার পরও সে সম্পর্কে চিড় ধরেনি। কিন্তু রোনাল্ডোকে ফের ম্যানইউতে ফেরাতেই গিয়েছিলেন কিনা ফার্গি, খোলাসা করে কিছু বলেননি। উল্টো ছাত্রের বাড়ি দেখে কতটা আপ্লুত তিনি, সেকথাই বলেছেন। তিনি জানান, ‘বিশ্বের সেরা প্লেয়ারের বাড়ি দেখলেই বোঝা যায়। স্ট্যানফোর্ড স্কুল অব বিজনেস অ্যান্ড লেকচার হলের অর্ধেক মাপের হবে, ওর বাড়ির জিমটাই! শরীরচর্চার সব সরঞ্জাম আছে সেখানে। ওর বাড়িতে দুটি সুইমিংপুল। একটা ঠাণ্ডা আরেকটা গরম পানির। বাড়িতে একটা বরফের কনকনে ঘর আছে। যেখানে প্রত্যেক ম্যাচের পর ও ১০ মিনিট সময় কাটায়! সত্যিই ভাবা যায় না!’ বাড়ি নিয়ে এমন ব্যাখ্যার পর ফার্গুসন বলেছেন, ‘রোনাল্ডোর চেয়ে ভালো আর কাউকে চিনি না।’ হঠাৎ এমন কথা বললেন কেন ফার্গি? না, ভাঙেননি গুরু-শিষ্যের কেউই। তবে বড়দিনের অনেক আগেই অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন সিআর সেভেন। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। বাড়িতে ওয়াইনের গ্লাস বাজিয়ে তিনি জিঙ্গল বেলস গেয়েছেন। আর শেষে বলেছেন, ‘মেরি ক্রিসমাস’। ওয়েবসাইট।সাবমিট

রোনাল্ডোর বাড়িতে ফার্গুসন

  
১০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম  | 
নিছক ঘুরতে যাওয়া? নাকি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরানোর উদ্যোগ? স্যার অ্যালেক্স ফার্গুসনের স্পেনের সাম্প্রতিক সফর এবং রোনাল্ডোর বাড়িতে ঘুরতে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে। পুরনো ছাত্রের সঙ্গে তার সম্পর্ক যে বরাবরই ভালো, সে খবর কারও জানতে বাকি নেই। ২০০৯ সালে রোনাল্ডো ম্যানইউ ছেড়ে দেয়ার পরও সে সম্পর্কে চিড় ধরেনি। কিন্তু রোনাল্ডোকে ফের ম্যানইউতে ফেরাতেই গিয়েছিলেন কিনা ফার্গি, খোলাসা করে কিছু বলেননি। উল্টো ছাত্রের বাড়ি দেখে কতটা আপ্লুত তিনি, সেকথাই বলেছেন। তিনি জানান, ‘বিশ্বের সেরা প্লেয়ারের বাড়ি দেখলেই বোঝা যায়। স্ট্যানফোর্ড স্কুল অব বিজনেস অ্যান্ড লেকচার হলের অর্ধেক মাপের হবে, ওর বাড়ির জিমটাই! শরীরচর্চার সব সরঞ্জাম আছে সেখানে। ওর বাড়িতে দুটি সুইমিংপুল। একটা ঠাণ্ডা আরেকটা গরম পানির। বাড়িতে একটা বরফের কনকনে ঘর আছে। যেখানে প্রত্যেক ম্যাচের পর ও ১০ মিনিট সময় কাটায়! সত্যিই ভাবা যায় না!’ বাড়ি নিয়ে এমন ব্যাখ্যার পর ফার্গুসন বলেছেন, ‘রোনাল্ডোর চেয়ে ভালো আর কাউকে চিনি না।’ হঠাৎ এমন কথা বললেন কেন ফার্গি? না, ভাঙেননি গুরু-শিষ্যের কেউই। তবে বড়দিনের অনেক আগেই অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন সিআর সেভেন। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। বাড়িতে ওয়াইনের গ্লাস বাজিয়ে তিনি জিঙ্গল বেলস গেয়েছেন। আর শেষে বলেছেন, ‘মেরি ক্রিসমাস’। ওয়েবসাইট। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র