jugantor
সহিংস আচরণ শাস্তির মুখে শোয়েন্সটেইগার

   

১০ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০  | 

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্মান মিডফিল্ডার বাস্তিয়েন শোয়েন্সটেইগারের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ এনেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। দোষী সাব্যস্ত হলে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন জার্মানির এই মিডফিল্ডার। ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্ট হ্যামের মধ্যে গোলশূন্য ড্র ম্যাচের ৪০ মিনিটে একটি ফ্রিকিকের আগে সেন্টার ব্যাক উইনস্টন রিডের সঙ্গে ধাক্কাধাক্কি হয় শোয়েন্সটেইগারের। একপর্যায়ে শোয়েন্সটেইগার তার বাঁ হাত দিয়ে ওয়েস্ট হ্যামের রিডের মুখ চেপে ধরেন। এ ঘটনার পর রেফারি দুই খেলোয়াড়ের সঙ্গেই কথা বলেন। তবে ম্যাচ রিপোর্টে বিষয়টি উল্লেখ করেননি তিনি। এফএ এক বিবৃতিতে জানায়, ভিডিওতে বিষয়টি ধরা পড়ায় তারা শোয়েন্সটেইগারের বিরুদ্ধে অভিযোগ এনেছে। ওয়েবসাইট।


 

সাবমিট

সহিংস আচরণ শাস্তির মুখে শোয়েন্সটেইগার

  
১০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম  | 

ম্যানচেস্টার ইউনাইটেডের জার্মান মিডফিল্ডার বাস্তিয়েন শোয়েন্সটেইগারের বিরুদ্ধে সহিংস আচরণের অভিযোগ এনেছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। দোষী সাব্যস্ত হলে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন জার্মানির এই মিডফিল্ডার। ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড ও ওয়েস্ট হ্যামের মধ্যে গোলশূন্য ড্র ম্যাচের ৪০ মিনিটে একটি ফ্রিকিকের আগে সেন্টার ব্যাক উইনস্টন রিডের সঙ্গে ধাক্কাধাক্কি হয় শোয়েন্সটেইগারের। একপর্যায়ে শোয়েন্সটেইগার তার বাঁ হাত দিয়ে ওয়েস্ট হ্যামের রিডের মুখ চেপে ধরেন। এ ঘটনার পর রেফারি দুই খেলোয়াড়ের সঙ্গেই কথা বলেন। তবে ম্যাচ রিপোর্টে বিষয়টি উল্লেখ করেননি তিনি। এফএ এক বিবৃতিতে জানায়, ভিডিওতে বিষয়টি ধরা পড়ায় তারা শোয়েন্সটেইগারের বিরুদ্ধে অভিযোগ এনেছে। ওয়েবসাইট।


 

 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র