jugantor
চেলসির হাল ধরলেন হিডিংক

   

২০ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০  | 

হোসে মরিনহো বরখাস্ত হওয়ার পরই চেলসির পরবর্তী কোচ হিসেবে তার নাম উঠে আসে। সব জল্পনা-কল্পনার ইতি টেনে শনিবার আনুষ্ঠানিকভাবে চেলসির হাল ধরলেন গাস হিডিংক। শুধু এ মৌসুমের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ২০০৯ সালে ঠিক একই ভূমিকায় চার মাসের জন্য চেলসির দায়িত্ব নিয়েছিলেন এই ডাচ কোচ। লুই ফিলিপ স্কলারি বরখাস্ত হওয়ার পর হিডিংকের অধীনে সেবার এফএ কাপ জিতেছিল ব্লুজরা। এছাড়া চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে খেলার পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লীগে তৃতীয় হয়েছিল চেলসি।

এবার অবনমনের ঝুঁকিতে থাকা চেলসিকে কক্ষপথে ফেরানোর চ্যালেঞ্জটা হাসিমুখেই নিলেন হিডিংক, ‘স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। বিশ্বের অন্যতম বড় ক্লাব চেলসি, কিন্তু এ মুহূর্তে যেখানে থাকার কথা সেখানে নেই আমরা। তবে আমি নিশ্চিত, মৌসুম শেষে ছবিটা বদলে যাবে। খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে এবং চেলসি সমর্থকদের সঙ্গে চমৎকার সম্পর্কটা ঝালিয়ে নিতে মুখিয়ে আছি আমি।’ ওয়েবসাইট।



সাবমিট

চেলসির হাল ধরলেন হিডিংক

  
২০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম  | 
হোসে মরিনহো বরখাস্ত হওয়ার পরই চেলসির পরবর্তী কোচ হিসেবে তার নাম উঠে আসে। সব জল্পনা-কল্পনার ইতি টেনে শনিবার আনুষ্ঠানিকভাবে চেলসির হাল ধরলেন গাস হিডিংক। শুধু এ মৌসুমের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে তাকে নিয়োগ দিয়েছে ইংলিশ চ্যাম্পিয়নরা। ২০০৯ সালে ঠিক একই ভূমিকায় চার মাসের জন্য চেলসির দায়িত্ব নিয়েছিলেন এই ডাচ কোচ। লুই ফিলিপ স্কলারি বরখাস্ত হওয়ার পর হিডিংকের অধীনে সেবার এফএ কাপ জিতেছিল ব্লুজরা। এছাড়া চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে খেলার পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লীগে তৃতীয় হয়েছিল চেলসি।

এবার অবনমনের ঝুঁকিতে থাকা চেলসিকে কক্ষপথে ফেরানোর চ্যালেঞ্জটা হাসিমুখেই নিলেন হিডিংক, ‘স্ট্যামফোর্ড ব্রিজে ফিরতে পেরে আমি রোমাঞ্চিত। বিশ্বের অন্যতম বড় ক্লাব চেলসি, কিন্তু এ মুহূর্তে যেখানে থাকার কথা সেখানে নেই আমরা। তবে আমি নিশ্চিত, মৌসুম শেষে ছবিটা বদলে যাবে। খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে এবং চেলসি সমর্থকদের সঙ্গে চমৎকার সম্পর্কটা ঝালিয়ে নিতে মুখিয়ে আছি আমি।’ ওয়েবসাইট।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র