jugantor
ভারতে এবার ইতিহাসের ‘সংশোধন’ চায় বিজেপি
আকবর ‘মহান’ হলে রানা প্রতাপ ‘মহানতর’ : রাজনাথ

  যুগান্তর ডেস্ক  

১৯ মে ২০১৫, ০০:০০:০০  | 

স্কুল পাঠ্যক্রমের ইতিহাস সংশোধন করতে চান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর জোট ‘সংঘ পরিবার’র চাপে হিন্দুত্ববাদী দল ক্ষমতাসীন বিজেপি দলীয় নেতা রাজনাথ সিং ইতিহাসবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন- মুঘল সম্রাট আকবরকে নয়, বরং মহারানা প্রতাপের অবদানকে ইতিহাসে আরও বড় এবং আরও বেশি গ্রহণযোগ্য করে দেখানোর জন্য। রাজনাথ সিংয়ের জানিয়েছেন আকবর নিঃসন্দেহে ‘মহান’। কিন্তু রানা প্রতাপ ‘মহানতর’। তার মতে ইতিহাসে মহারানা প্রতাপের সঠিক মূল্যায়ন হয়নি এখনও। ‘আকবরকে মহান বলা নিয়ে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু মহারানা প্রতাপকে ‘মহানতর’ মেনে নিতে সমস্যাটা ঠিক কোথায় তা আমার বোধগম্য হয় না।’ রোববার প্রতাপগড়ে রানা প্রতাপের একটি মূর্তি উন্মোচন করে এ মন্তব্য করেন রাজনাথ। রানা প্রতাপের ৪৭৫তম জন্মদিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে আগেই সে রাজ্যের স্কুল কারিকুলামে মহারাণা প্রতাপকে নিয়ে গোটা একটা চ্যাপটার অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। রাজনাথ সিং জানিয়েছেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে সিবিএসসির সিলেবাসেও রানা প্রতাপের মতো চরিত্রদের নিয়ে নয়া চ্যাপ্টার অন্তর্ভুক্তির অনুরোধ জানাবেন।



সাবমিট

ভারতে এবার ইতিহাসের ‘সংশোধন’ চায় বিজেপি

আকবর ‘মহান’ হলে রানা প্রতাপ ‘মহানতর’ : রাজনাথ
 যুগান্তর ডেস্ক 
১৯ মে ২০১৫, ১২:০০ এএম  | 
স্কুল পাঠ্যক্রমের ইতিহাস সংশোধন করতে চান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভারতের হিন্দুত্ববাদী সংগঠনগুলোর জোট ‘সংঘ পরিবার’র চাপে হিন্দুত্ববাদী দল ক্ষমতাসীন বিজেপি দলীয় নেতা রাজনাথ সিং ইতিহাসবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন- মুঘল সম্রাট আকবরকে নয়, বরং মহারানা প্রতাপের অবদানকে ইতিহাসে আরও বড় এবং আরও বেশি গ্রহণযোগ্য করে দেখানোর জন্য। রাজনাথ সিংয়ের জানিয়েছেন আকবর নিঃসন্দেহে ‘মহান’। কিন্তু রানা প্রতাপ ‘মহানতর’। তার মতে ইতিহাসে মহারানা প্রতাপের সঠিক মূল্যায়ন হয়নি এখনও। ‘আকবরকে মহান বলা নিয়ে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। কিন্তু মহারানা প্রতাপকে ‘মহানতর’ মেনে নিতে সমস্যাটা ঠিক কোথায় তা আমার বোধগম্য হয় না।’ রোববার প্রতাপগড়ে রানা প্রতাপের একটি মূর্তি উন্মোচন করে এ মন্তব্য করেন রাজনাথ। রানা প্রতাপের ৪৭৫তম জন্মদিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে আগেই সে রাজ্যের স্কুল কারিকুলামে মহারাণা প্রতাপকে নিয়ে গোটা একটা চ্যাপটার অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছেন। রাজনাথ সিং জানিয়েছেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানিকে সিবিএসসির সিলেবাসেও রানা প্রতাপের মতো চরিত্রদের নিয়ে নয়া চ্যাপ্টার অন্তর্ভুক্তির অনুরোধ জানাবেন।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র