jugantor
বায়ু দূষণে তেহরানে একদিন দিল্লির স্কুল ১৫ দিন বন্ধ

  যুগান্তর ডেস্ক  

২০ ডিসেম্বর ২০১৫, ০০:০০:০০  | 

স্বাভাবিক মাত্রার চেয়ে তিনগুণ বায়ু দূষণ বৃদ্ধি পাওয়ায় ইরানের রাজধানী তেহরানের ও পরিবেশ দূষণ কমাতে ভারতের রাজধানী দিল্লির স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে দু’দেশের প্রশাসন। ভারতের রাজধানী দিল্লিতে রাজ্য প্রশাসনের নির্দেশ অনুযায়ী আগামী ১ থেকে ১৫ জানুয়ারি শহরটির সব স্কুল বন্ধ থাকবে। অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানের পরিবেশ মন্ত্রণালয়ের ঘোষণানুযায়ী, আজ শহরের সব স্কুল বন্ধ থাকবে। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার।

পরিবেশ দূষণ কমাতে একেক দিন একেক নম্বরের গাড়ি চালানোর নিয়মের ফলে জনপরিবহনে গাড়ি সংকটে পড়বে দিল্লি। এজন্য গণপরিবহন হিসেবে এ কয়েকদিন পরীক্ষামূলক স্কুল বাসগুলো চলবে দিল্লির রাজপথে। দিল্লির ডিরেক্টর অব এডুকেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘কিছুদিনের জন্য শিশুদের দূষণ থেকে মুক্তি ও গণপরিবহনের সংখ্যা বাড়াতে ‘অড ইভেন স্কিম’ হাতে নেয়া হয়েছে। সরকারি এ সিদ্ধান্তের পরই দিল্লির শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব সরকারি ও বেসরকারি স্কুলকে ১৫ দিনের জন্য ছুটির নির্দেশ দেয়া হয়েছে।

অন্যদিকে, বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় তেহরানের দক্ষিণাঞ্চলের শহর শাহর-রে ও ইসলাম-শাহরে এবং আলবোর্জ প্রদেশের স্কুলগুলো রোববার বন্ধ থাকবে। ইরানের পরিবেশ দফতর কর্মকর্তা হেইদারজাদেহ বলেন, যদি বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণে না আসে তবে সোমবারও স্কুলগুলো বন্ধ থাকবে।সাবমিট

বায়ু দূষণে তেহরানে একদিন দিল্লির স্কুল ১৫ দিন বন্ধ

 যুগান্তর ডেস্ক 
২০ ডিসেম্বর ২০১৫, ১২:০০ এএম  | 
স্বাভাবিক মাত্রার চেয়ে তিনগুণ বায়ু দূষণ বৃদ্ধি পাওয়ায় ইরানের রাজধানী তেহরানের ও পরিবেশ দূষণ কমাতে ভারতের রাজধানী দিল্লির স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে দু’দেশের প্রশাসন। ভারতের রাজধানী দিল্লিতে রাজ্য প্রশাসনের নির্দেশ অনুযায়ী আগামী ১ থেকে ১৫ জানুয়ারি শহরটির সব স্কুল বন্ধ থাকবে। অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানের পরিবেশ মন্ত্রণালয়ের ঘোষণানুযায়ী, আজ শহরের সব স্কুল বন্ধ থাকবে। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়ার।

পরিবেশ দূষণ কমাতে একেক দিন একেক নম্বরের গাড়ি চালানোর নিয়মের ফলে জনপরিবহনে গাড়ি সংকটে পড়বে দিল্লি। এজন্য গণপরিবহন হিসেবে এ কয়েকদিন পরীক্ষামূলক স্কুল বাসগুলো চলবে দিল্লির রাজপথে। দিল্লির ডিরেক্টর অব এডুকেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘কিছুদিনের জন্য শিশুদের দূষণ থেকে মুক্তি ও গণপরিবহনের সংখ্যা বাড়াতে ‘অড ইভেন স্কিম’ হাতে নেয়া হয়েছে। সরকারি এ সিদ্ধান্তের পরই দিল্লির শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব সরকারি ও বেসরকারি স্কুলকে ১৫ দিনের জন্য ছুটির নির্দেশ দেয়া হয়েছে।

অন্যদিকে, বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় তেহরানের দক্ষিণাঞ্চলের শহর শাহর-রে ও ইসলাম-শাহরে এবং আলবোর্জ প্রদেশের স্কুলগুলো রোববার বন্ধ থাকবে। ইরানের পরিবেশ দফতর কর্মকর্তা হেইদারজাদেহ বলেন, যদি বায়ু দূষণের মাত্রা নিয়ন্ত্রণে না আসে তবে সোমবারও স্কুলগুলো বন্ধ থাকবে। 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র