jugantor
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি
বাংলা

  মো. সফিক উল্যাহ  

২৬ ফেব্রুয়ারি ২০১৫, ০০:০০:০০  | 

প্রধান শিক্ষক (অব.), ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা

হাতির আর শেয়ালের গল্প

প্রশ্ন : সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ

১। অতিকায় শরীর কোন প্রাণীর?

ক. মানুষ খ. শেয়াল

গ. ভালুক ঘ. হাতি

উত্তর : ঘ. হাতি

২। কে বনের রাজা হতে চাইল?

ক. সিংহ খ. বাঘ

গ. শেয়াল ঘ. হাতি

উত্তর : ঘ. হাতি

৩। বনের রাজত্ব ছিল কাদের হাতে?

ক. পশুদের হাতে খ. পাখিদের হাতে

গ. মানুষের হাতে ঘ. হাতিদের হাতে

উত্তর : ক. পশুদের হাতে

৪। বনের সবচেয়ে চালাক প্রাণী কে?

ক. হাতি খ. শেয়াল

গ. পিঁপড়া ঘ. বাঘ

উত্তর : খ. শেয়াল

৫। দুষ্টু হাতি কার কাছে শিক্ষা পেল?

ক. শিয়ালের হাতে খ. মানুষের হাতে

গ. হরিণের হাতে ঘ. বানরের হাতে

উত্তর : ক. শিয়ালের হাতে

৬। কে হরিণকে শুঁড়ে জড়িয়ে ছুড়ে ফেলে দিল?

ক. বাঘ খ. জিরাফ

গ. হাতি ঘ. ভালুক

উত্তর : গ. হাতি

৭। কার চলা বিন্দু সদৃশ্যের মতো-

ক. ভোমরা খ. পিঁপড়া

গ. মৌমাছি ঘ. তেলাপোকা

উত্তর : খ. পিঁপড়া

৮। কখন থেকে বনের প্রাণীরা হাতির ছায়া মাড়াত না?

ক. যেদিন হাতি রাজা হল খ. যেদিন হাতি বনে এল

গ. যেদিন হাতি সিংহকে ক্ষমতাচ্যুত করল

ঘ. যেদিন হাতি পিঁপড়াকে মারল

উত্তর : ঘ. যেদিন হাতি পিঁপড়াকে মারল

৯। কাকে সবাই সমীহ করত?

ক. হাতি খ. সিংহ

গ. পিঁপড়া ঘ. শেয়াল

উত্তর : ক. হাতি

১০। বনে কারও মনে শান্তি নেই কেন?

ক. হাতির অত্যাচারে খ. মানুষের অত্যাচারে

গ. প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘ. বনভূমি ধ্বংস হওয়ার কারণে

উত্তর : ক. হাতির অত্যাচারে

১১। শান্তি শব্দটির ‘ন্ত’ যুক্ত বর্ণটিতে আছে-

ক. ন+ত খ. ণ+ত

গ. ঙ+ত ঘ. ন+থ

উত্তর : ক. ন+ত

১২। শেয়াল হাতিকে নদীর তীরে নিয়ে গেল, কারণ-

ক. তাকে নদী পার করার জন্য খ. তাকে নদীতে ফেলে দেয়ার জন্য

গ. তাকে সবার রাজা বানানোর জন্য

ঘ. তাকে শাস্তি দেয়ার জন্য

উত্তর : ঘ. তাকে শাস্তি দেয়ার জন্য।

১৩। ‘হাতি আর শেয়ালের গল্প’ কী ধরনের গল্প নামে উপযুক্ততা পায়?

ক. হাস্যরসমূলক খ. রূপকথামূলক

গ. উপদেশমূলক ঘ. সাধারণ গল্পমূলক

উত্তর : গ. উপদেশমূলক

১৪। বনকে বলা হয়-

ক. গাছগাছালির স্থান খ. পশুপাখির স্থান

গ. ফুলের স্থান ঘ. শান্তির স্থান

উত্তর : খ. পশুপাখির স্থান

১৫। বনের প্রাণী আর পাখিদের দিন শান্তিতে কাটছিল কারণ-

ক. হাতির অনুপস্থিতিতে খ. পাখপাখালির কলরবে

গ. সবার সম্প্রীতিতে ঘ. পশুদের রাজত্ব

উত্তর : গ. সবার সম্প্রীতিতে

১৬। হাতিটা কেন অন্য বনে আসল?

ক. রাজত্ব করতে খ. শক্তি দেখাতে

গ. সবার মধ্যে থাকত ঘ. তাড়া খেয়ে

উত্তর : ঘ. তাড়া খেয়ে

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আফরোজা বেগম

সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা

বাংলাদেশের জনসংখ্যা

প্রশ্ন : মানুষের মৌলিক চাহিদাগুলো কী?

উত্তর : মৌলিক চাহিদা : মানুষের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয় চাহিদাগুলোই হল মৌলিক চাহিদা। মানুষের মৌলিক চাহিদাগুলোই হল

* খাদ্যের চাহিদা, * বস্ত্রের চাহিদা,

* বাসস্থানের চাহিদা, * চিকিৎসার চাহিদা ও

* শিক্ষার চাহিদা।

প্রত্যেক মানুষেরই রাষ্ট্রের কাছ থেকে এসব মৌলিক চাহিদাগুলো পাওয়ার অধিকার আছে।

প্রশ্ন : খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব লিখ।

উত্তর : মানুষের মৌলিক চাহিদার অন্যতম হল খাদ্য। তাই খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির সরাসরি প্রভাব রয়েছে। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলে খাদ্য গ্রহণকারীর সংখ্যা বেড়ে যায়। ফলে খাদ্য ঘাটতি দেখা দেয়। কৃষিপ্রধান দেশ হয়েও বাংলাদেশে খাদ্য সংকট দেখা দিচ্ছে। এখানে জমির তুলনায় আমাদের জনসংখ্যা অনেক বেশি। বাংলাদেশে প্রতিবছর প্রায় ২৫ লাখ টন খাদ্য ঘাটতি হয়। তাই অতিরিক্ত মানুষের খাদ্য চাহিদা মেটাতে আমাদের প্রতিবছর বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়। অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপনের জন্য কৃষি জমির পরিমাণও কমে যাচ্ছে।

খাদ্যের অভাব হলে শিশুসহ দরিদ্র জনগোষ্ঠী পুষ্টিহীনতায় ভোগে। খাদ্যের পাশাপাশি বিশুদ্ধ পানির রয়েছে তীব্র সংকট। খাদ্য ও পানীয় জলের সংকট দেশের ভবিষ্যৎ জনগোষ্ঠীর উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়।

সুতরাং, খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব মারাত্মক।



সাবমিট

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রস্তুতি

বাংলা
 মো. সফিক উল্যাহ 
২৬ ফেব্রুয়ারি ২০১৫, ১২:০০ এএম  | 
প্রধান শিক্ষক (অব.), ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরপুর, ঢাকা

হাতির আর শেয়ালের গল্প

প্রশ্ন : সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ

১। অতিকায় শরীর কোন প্রাণীর?

ক. মানুষ খ. শেয়াল

গ. ভালুক ঘ. হাতি

উত্তর : ঘ. হাতি

২। কে বনের রাজা হতে চাইল?

ক. সিংহ খ. বাঘ

গ. শেয়াল ঘ. হাতি

উত্তর : ঘ. হাতি

৩। বনের রাজত্ব ছিল কাদের হাতে?

ক. পশুদের হাতে খ. পাখিদের হাতে

গ. মানুষের হাতে ঘ. হাতিদের হাতে

উত্তর : ক. পশুদের হাতে

৪। বনের সবচেয়ে চালাক প্রাণী কে?

ক. হাতি খ. শেয়াল

গ. পিঁপড়া ঘ. বাঘ

উত্তর : খ. শেয়াল

৫। দুষ্টু হাতি কার কাছে শিক্ষা পেল?

ক. শিয়ালের হাতে খ. মানুষের হাতে

গ. হরিণের হাতে ঘ. বানরের হাতে

উত্তর : ক. শিয়ালের হাতে

৬। কে হরিণকে শুঁড়ে জড়িয়ে ছুড়ে ফেলে দিল?

ক. বাঘ খ. জিরাফ

গ. হাতি ঘ. ভালুক

উত্তর : গ. হাতি

৭। কার চলা বিন্দু সদৃশ্যের মতো-

ক. ভোমরা খ. পিঁপড়া

গ. মৌমাছি ঘ. তেলাপোকা

উত্তর : খ. পিঁপড়া

৮। কখন থেকে বনের প্রাণীরা হাতির ছায়া মাড়াত না?

ক. যেদিন হাতি রাজা হল খ. যেদিন হাতি বনে এল

গ. যেদিন হাতি সিংহকে ক্ষমতাচ্যুত করল

ঘ. যেদিন হাতি পিঁপড়াকে মারল

উত্তর : ঘ. যেদিন হাতি পিঁপড়াকে মারল

৯। কাকে সবাই সমীহ করত?

ক. হাতি খ. সিংহ

গ. পিঁপড়া ঘ. শেয়াল

উত্তর : ক. হাতি

১০। বনে কারও মনে শান্তি নেই কেন?

ক. হাতির অত্যাচারে খ. মানুষের অত্যাচারে

গ. প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘ. বনভূমি ধ্বংস হওয়ার কারণে

উত্তর : ক. হাতির অত্যাচারে

১১। শান্তি শব্দটির ‘ন্ত’ যুক্ত বর্ণটিতে আছে-

ক. ন+ত খ. ণ+ত

গ. ঙ+ত ঘ. ন+থ

উত্তর : ক. ন+ত

১২। শেয়াল হাতিকে নদীর তীরে নিয়ে গেল, কারণ-

ক. তাকে নদী পার করার জন্য খ. তাকে নদীতে ফেলে দেয়ার জন্য

গ. তাকে সবার রাজা বানানোর জন্য

ঘ. তাকে শাস্তি দেয়ার জন্য

উত্তর : ঘ. তাকে শাস্তি দেয়ার জন্য।

১৩। ‘হাতি আর শেয়ালের গল্প’ কী ধরনের গল্প নামে উপযুক্ততা পায়?

ক. হাস্যরসমূলক খ. রূপকথামূলক

গ. উপদেশমূলক ঘ. সাধারণ গল্পমূলক

উত্তর : গ. উপদেশমূলক

১৪। বনকে বলা হয়-

ক. গাছগাছালির স্থান খ. পশুপাখির স্থান

গ. ফুলের স্থান ঘ. শান্তির স্থান

উত্তর : খ. পশুপাখির স্থান

১৫। বনের প্রাণী আর পাখিদের দিন শান্তিতে কাটছিল কারণ-

ক. হাতির অনুপস্থিতিতে খ. পাখপাখালির কলরবে

গ. সবার সম্প্রীতিতে ঘ. পশুদের রাজত্ব

উত্তর : গ. সবার সম্প্রীতিতে

১৬। হাতিটা কেন অন্য বনে আসল?

ক. রাজত্ব করতে খ. শক্তি দেখাতে

গ. সবার মধ্যে থাকত ঘ. তাড়া খেয়ে

উত্তর : ঘ. তাড়া খেয়ে

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আফরোজা বেগম

সিনিয়র শিক্ষক, উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা

বাংলাদেশের জনসংখ্যা

প্রশ্ন : মানুষের মৌলিক চাহিদাগুলো কী?

উত্তর : মৌলিক চাহিদা : মানুষের বেঁচে থাকার জন্য অত্যাবশ্যকীয় বা প্রয়োজনীয় চাহিদাগুলোই হল মৌলিক চাহিদা। মানুষের মৌলিক চাহিদাগুলোই হল

* খাদ্যের চাহিদা, * বস্ত্রের চাহিদা,

* বাসস্থানের চাহিদা, * চিকিৎসার চাহিদা ও

* শিক্ষার চাহিদা।

প্রত্যেক মানুষেরই রাষ্ট্রের কাছ থেকে এসব মৌলিক চাহিদাগুলো পাওয়ার অধিকার আছে।

প্রশ্ন : খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব লিখ।

উত্তর : মানুষের মৌলিক চাহিদার অন্যতম হল খাদ্য। তাই খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির সরাসরি প্রভাব রয়েছে। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পেলে খাদ্য গ্রহণকারীর সংখ্যা বেড়ে যায়। ফলে খাদ্য ঘাটতি দেখা দেয়। কৃষিপ্রধান দেশ হয়েও বাংলাদেশে খাদ্য সংকট দেখা দিচ্ছে। এখানে জমির তুলনায় আমাদের জনসংখ্যা অনেক বেশি। বাংলাদেশে প্রতিবছর প্রায় ২৫ লাখ টন খাদ্য ঘাটতি হয়। তাই অতিরিক্ত মানুষের খাদ্য চাহিদা মেটাতে আমাদের প্রতিবছর বিদেশ থেকে খাদ্য আমদানি করতে হয়। অতিরিক্ত জনসংখ্যার বসতি স্থাপনের জন্য কৃষি জমির পরিমাণও কমে যাচ্ছে।

খাদ্যের অভাব হলে শিশুসহ দরিদ্র জনগোষ্ঠী পুষ্টিহীনতায় ভোগে। খাদ্যের পাশাপাশি বিশুদ্ধ পানির রয়েছে তীব্র সংকট। খাদ্য ও পানীয় জলের সংকট দেশের ভবিষ্যৎ জনগোষ্ঠীর উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়।

সুতরাং, খাদ্যের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব মারাত্মক।



 
শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র