পদ্মা সেতু দেখতে এসে মাইক্রোবাস উল্টে ৯ জন আহত
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
১৪ জুলাই ২০২২, ২৩:৫৭:২৭ | অনলাইন সংস্করণ
পদ্মা সেতু দেখতে এসে শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি মাইক্রোবাস উল্টে গিয়ে চালকসহ ৯ জন আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে ৪ কিলোমিটার উত্তরে মহাসড়কের শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকার আন্ডারপাসের ওপরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মাওয়াগামী একটি দ্রুতগতির সাদা রংয়ের নোয়া
মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় মাইক্রোবাসের চালকসহ ৯ যাত্রী আহত হয়।
মাইক্রোবাসটির চালক মো. লিয়াকত হোসেন (৪০) বলেন, গাড়ির পিছনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কে উল্টে যায়।
মাইক্রোবাসটির মালিকের ছোট ভাই ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা মো. শফিউল্লাহ তুহিন বলেন, ৮ বন্ধু মিলে পদ্মা সেতু দেখতে যাচ্ছিলেন। হঠাৎ করে গাড়ি উল্টে গেলে বন্ধু মিঠু (৩৫), পলাশ (৩৪), জিয়া (৩৫) ও চাকলসহ আমরা আহত হই।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন সাব-অফিসার মো. শাহে আলম জানান, আহতদের মধ্যে ৫ যাত্রীকে ফাস্ট এইড টিম প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন।
হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. আজিজুল হক বলেন, দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সড়কে যানবাহন
চলাচল স্বাভাবিক আছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পদ্মা সেতু দেখতে এসে মাইক্রোবাস উল্টে ৯ জন আহত
পদ্মা সেতু দেখতে এসে শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি মাইক্রোবাস উল্টে গিয়ে চালকসহ ৯ জন আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করেন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে ৪ কিলোমিটার উত্তরে মহাসড়কের শ্রীনগর পুরাতন ফেরিঘাট এলাকার আন্ডারপাসের ওপরে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মাওয়াগামী একটি দ্রুতগতির সাদা রংয়ের নোয়া
মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় মাইক্রোবাসের চালকসহ ৯ যাত্রী আহত হয়।
মাইক্রোবাসটির চালক মো. লিয়াকত হোসেন (৪০) বলেন, গাড়ির পিছনের চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কে উল্টে যায়।
মাইক্রোবাসটির মালিকের ছোট ভাই ঢাকার কেরানীগঞ্জ এলাকার বাসিন্দা মো. শফিউল্লাহ তুহিন বলেন, ৮ বন্ধু মিলে পদ্মা সেতু দেখতে যাচ্ছিলেন। হঠাৎ করে গাড়ি উল্টে গেলে বন্ধু মিঠু (৩৫), পলাশ (৩৪), জিয়া (৩৫) ও চাকলসহ আমরা আহত হই।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন সাব-অফিসার মো. শাহে আলম জানান, আহতদের মধ্যে ৫ যাত্রীকে ফাস্ট এইড টিম প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন।
হাঁসাড়া হাইওয়ে থানার এসআই মো. আজিজুল হক বলেন, দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটি মহাসড়ক থেকে সরানোর চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সড়কে যানবাহন
চলাচল স্বাভাবিক আছে।