‘ইমরান খান গোপন চুক্তিতে রাজি’, অস্বীকার পিটিআইয়ের

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৫ মে ২০২৫, ১০:০১ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান। ছবি সংগৃহীত
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, সব রাজনৈতিক বিষয় আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত।
তিনি দৃঢ়ভাবে বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে জড়িয়ে কোনো
‘গোপন চুক্তি’র খবর ভিত্তিহীন।
বুধবার পার্লামেন্ট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যারিস্টার
গহর জানান, তাদের দল সংঘাত নয়, বরং রাজনৈতিক সমঝোতার পথেই অগ্রসর হতে চায়।
গহর বলেন, আমি সম্পূর্ণভাবে অস্বীকার করছি যে, পিটিআই প্রতিষ্ঠাতা কোনো
চুক্তিতে গেছেন। রাজনৈতিক সমস্যা সমাধানের একমাত্র গ্রহণযোগ্য পথ হলো আলোচনা।
আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে তার সাম্প্রতিক সাক্ষাৎ প্রসঙ্গে
জানতে চাইলে গহর বলেন, ইমরান খান তার ব্যক্তিগত আলোচনা কখনোই প্রকাশ্যে আনেন না, আমিও
সেই গোপনীয়তা বজায় রাখব।
এ বক্তব্য এমন সময়ে এসেছে, যখন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জাতীয় রাজনৈতিক
সংলাপের আহ্বান জানানোর পর ইমরান খান সরকারপক্ষের সঙ্গে আলোচনার জন্য সম্মতি দিয়েছেন
বলে খবর প্রকাশিত হয়েছে।
পিটিআই চেয়ারম্যান গহর আলী খান জানান, তিনি ইমরান খানের সঙ্গে সাক্ষাতের
সময় সরকারের প্রস্তাবটি পৌঁছে দিয়েছেন, তবে আলোচনার বিস্তারিত প্রকাশে তিনি অনীহা
প্রকাশ করেন।
গহর পুনরায় জোর দিয়ে বলেন, আমরা শুধু সংবিধানিক কাঠামোর মধ্যেই রাজনৈতিক
সমাধান খুঁজব। বাস্তব অগ্রগতির জন্য মিডিয়া নাটক নয়, বরং সততা ও গোপনীয়তা রক্ষা
করা জরুরি।