Logo
Logo
×

অন্যান্য

জাতীয় গণতান্ত্রিক পার্টির নিবন্ধন পুনর্বহাল, পেল নতুন প্রতীক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:১৫ পিএম

জাতীয় গণতান্ত্রিক পার্টির নিবন্ধন পুনর্বহাল, পেল নতুন প্রতীক

জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপার নিবন্ধন পুনর্বহালের পাশাপাশি দলটির জন্য নতুন প্রতীক সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন।

জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপার নিবন্ধন পুনর্বহালের পাশাপাশি দলটির জন্য নতুন প্রতীক ‘চশমা’ সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় গণতান্ত্রিক পার্টির নিবন্ধন দিয়েছিল নির্বাচন কমিশন। কিন্তু শর্ত পূরণ না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করা হয়। 

নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে সে বছরই হাইকোর্টে রিট আবেদন করেন দলটির সভাপতি তাসমিয়া প্রধান। এ বছর মার্চে দলটিকে নিবন্ধন ফিরিয়ে দেওয়ার আদেশ দেয় আদালত।   

এর ধারাবাহিকতায় মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছে, নিবন্ধনের শর্তাদি পূরণ করায় বাংলাদেশ নির্বাচন কমিশন ‘সন্তুষ্ট হয়ে’ জাতীয় গণতান্ত্রিক পার্টিকে ২০০৮ সালে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন দেয় এবং ‘হুক্কা’ প্রতীক বরাদ্দ করে।    
২০২৫ সালের ৯ নভেম্বর দলটি তাদের নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি’-এর সঙ্গে ‘জাগপা’ সংযোজন করে এবং দলের প্রতীক হিসাবে ‘হুক্কা’-এর পরিবর্তে ‘চশমা’ বরাদ্দের আবেদন করে।  

ইসি এ আবেদন গ্রহণ করে নিবন্ধিত রাজনৈতিক দলটির নাম ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’ এবং প্রতীক ‘চশমা’ নির্ধারণ করলো। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম