Logo
Logo
×

অন্যান্য

আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলবে: হাসনাত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১০:০১ পিএম

আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলবে: হাসনাত
আগামী জাতীয় সংসদ নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চালাচ্ছে একটি মহল— এমন আশঙ্কা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।বিচারের আগে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা দেশের সার্বভৌমত্ব হুমকিতে ফেলবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বুধবার (১২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আশঙ্কা প্রকাশ করেন তিনি।

পোস্টে হাসনাত লিখেছেন, “এই নির্বাচনেই আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে। ‘রিফাইন্ড’ আওয়ামী লীগ নামে নতুন একটি ‘ট্যাবলেট’ নিয়ে শিগগিরই হাজির হবে।”

এই পরিকল্পনায় যুক্তদের সতর্কবার্তা দিয়ে তিনি লেখেন, “আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, এখানে কোনো ‘যদি’ এবং ‘কিন্তু’ নেই। বিচারের পূর্বে আওয়ামী লীগের যেকোনো ধরনের পুনর্বাসনের চেষ্টার আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে।”

‘আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার পূর্বে আর কোনো আলাপ নয়’- এই সাফ কথাটি ফেসবুক পোস্টে জানিয়ে দেন হাসনাত।
Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম