কাউনিয়া-পীরগাছা মানুষের অধিকার আদায়ে মাঠে নেমেছি: আখতার হোসেন
রংপুর ব্যুরো
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১১:০৪ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি প্রচারণার মাঠে এখন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি সোমবার রংপুরের কাউনিয়া-পীরগাছা ৪ আসনে দিনভর গণসংযোগে ব্যস্ত সময় পার করেছন।
গণসংযোগে আখতার হোসেন বলেন, আমরা অতীতের ইতিহাস থেকে জানি রংপুর বরাবরই উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। যখন যে সরকার ক্ষমতায় এসেছেন তাদের দলীয় সংসদ সদস্যরা ভোটের সময় নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন। কিন্তু নির্বাচনে জয়লাভ করার পর তারা ঢাকামুখী হয়েছেন। তৃণমূল মানুষের কথা ভুলে গেছেন। তাই বঞ্চনার শিকার হয়েছেন, কাউনিয়া-পীরগাছা এলাকার মানুষ।
এদিন দুপুরে পীরগাছা উপজেলার বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি। আখতার হোসেন সকাল থেকেই পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়ন ও ছাওলা ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় উঠোন বৈঠক করেন।
গণসংযোগ করার সময় আখতার হোসেন বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে হাত মেলান, কাউকে বুকে জড়িয়ে ধরেন এবং মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন। এভাবেই তিনি তৃণমূলের মানুষের সঙ্গে কুশলবিনিময় করেন। এর আগেও আখতার হোসেন দুই শতাধিক ভ্যান নিয়ে নিজ এলাকায় জনসংযোগ করেন। যা জনমনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
আখতার হোসেন বলেন, যে উন্নয়নের কথা শুনে এসেছি, গত ১৬ বছরে সেই কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি কাউনিয়া-পীরগাছায়। আগামী নির্বাচনে কাউনিয়া-পীরগাছার মানুষ উন্নয়নের স্বার্থে নতুন দল এনসিপি ও প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি যদি সংসদে যেতে পারি এবং কথা বলতে পারি, অবশ্যই কাউনিয়া-পীরগাছার মানুষ উন্নয়নের সুফল পাবে। আমরা জুলাইয়ে আনন্দ করে ফ্যাসিবাদ তাড়িয়েছি, সেটাই আমাদের বড় অর্জন। ব্যক্তি জীবনে আমার কোনো চাওয়া-পাওয়া নেই। মানুষের উন্নয়ন, এলাকার উন্নয়নই আমার চাওয়া-পাওয়া। সেই লক্ষ্য নিয়েই কাজ করছি। আমি চাই উন্নয়ন বঞ্চনার শিকার রংপুরের মানুষ তার ন্যায্য হিস্যা বুঝে পাক। সে জন্য আমি ভোটের আগে ও পরে সমান লড়াই করে যাব এই প্রতিশ্রুতি দিতে চাই এলাকার মানুষের কাছে।
রংপুর-৪ আসনে (পীরগাছা-কাউনিয়ার) ভোটারদের সাড়া প্রসঙ্গে তিনি বলেন, সবাই অপেক্ষায় আছেন, নির্বাচনে তাদের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করার জন্য। তাই আমি যখন গণসংযোগে যাই দেখি মানুষ বেশ সাড়া দিচ্ছেন। আশা করছি নির্বাচনে ভালো কিছু হবে।
গণসংযোগে তার সঙ্গে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
