Logo
Logo
×

রাজনীতি

ভোলায় বিএনপি-বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, যা বললেন পার্থ

Icon

যুগান্তর প্রতিবেদন, ভোলা

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৮:১৭ এএম

ভোলায় বিএনপি-বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ, যা বললেন পার্থ

বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। ফাইল ছবি

ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।

শনিবার (১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিবাদ জানান।

সংঘর্ষে নিজ দলের আহত নেতাকর্মীদের ছবি যুক্ত করে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ পোস্টে লিখেছেন, আজ ভোলা সদরে বিজেপির বিশাল এক নির্বাচনি মিছিল হয়, হাজার হাজার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন। যোহরের নামাজের পূর্বে যখন শান্তিপূর্ণ এই মিছিল শেষ হয়, তখন অল্পসংখ্যক নেতাকর্মী বিজেপির কার্যালয়ে ছিল ঠিক তখনই ঈর্ষান্বিত হয়ে ৪০০ থেকে ৫০০ জনের বিএনপির একটি গ্রুপ কোনো কারণ ছাড়াই আমাদের নিরীহ নেতাকর্মীদের মারধর করে এবং পার্টি অফিস ভাঙচুর করে। এটা দুঃখজনক, হতাশাজনক এবং আমি এর তীব্র নিন্দা ও  প্রতিবাদ জানাই। 

তিনি আরও লেখেন, এভাবে চলতে থাকলে জাতীয়তাবাদী শক্তির সম্মান দেশব্যাপী সাংঘাতিকভাবে ক্ষুণ্ণ হবে এবং সমগ্র দেশব্যাপী ভোটে এর প্রভাব পড়বে, অনেক দুঃখজনক ব্যাপারটা। ঐক্যের কোনো বিকল্প নাই বলেও পোস্টে লিখেন তিনি।

এর আগে শনিবার দুপুরে ভোলা জেলা শহরের নতুন বাজারে অবস্থিত ভোলা জেলা বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ইটপাটকেল ও লাঠিসোঁটার আঘাতে সাংবাদিক পুলিশসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম