বিএনপির মনোনয়ন পাওয়ায় এহসানুল হক মিলনের কৃতজ্ঞতা প্রকাশ
কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে।
এরই ধারাবাহিকতায় চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা ড. আ ন ম এহছানুল হক মিলন। বিএনপি ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের তালিকায় নাম আসায় মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই বিএনপি নেতা। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেছেন। পাশাপাশি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
মিলন ১৯৯৬-২০০১ ও ২০০১-২০০৬ পর্যন্ত চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ছিলেন এবং ২০০১ সালের তৎকালীন চারদলীয় জোট সরকারের সময়ে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নকল প্রতিরোধে সারা দেশে ব্যাপক সুনাম অর্জন করেন।
