কুমিল্লা-২ আসন
বিএনপির একাধিক প্রার্থী প্রচারণায় সমানে সমান
কুমিল্লা উত্তর প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১০:৫২ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনে সমানে সমান প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা।
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনে সমানে সমান প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে দলীয় মনোনয়ন প্রত্যাশীরা। প্রতিদিন মনোনয়ন প্রত্যাশীরা কোথাও না কোথাও জনসংযোগ সমাবেশ ও উঠান বৈঠক করে সময় পার করেছেন।
হোমনায় একটি পৌরসভার ৯টি ইউনিয়ন এবং তিতাসের ৯টি ইউনিয়ন নিয়ে কুমিল্লা-২ আসনটি গঠিত। অবশ্য ২৪ সালের আমি-ডামি নির্বাচনে কুমিল্লা-দাউদকান্দি-তিতাস সংসদীয় হিসাবে পরিচিত ছিল। কুমিল্লা ১১টি আসনের মধ্যে ৯টিতে বিএনপি প্রার্থী ঘোষণা করলেও কুমিল্লা- ১ ও কুমিল্লা-৭ আসনে বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি।
দলীয় জোট হিসেবে কুমিল্লা- (হোমনা-তিতাস) ও কুমিল্লা-৭ চান্দিনা আসনটি বিএনপির জোটকে ছেড়ে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে বিএনপির একাধিক প্রার্থী, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা লিফলেট বিতরণ, জনসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করে এলাকায় চষে বেড়াচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা।
এ আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এম এ মতিন খান, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণসহ গণসংযোগ ও উঠান বৈঠকের ধারাবাহিকতায় শনিবার (২২ নভেম্বর) হোমনা উপজেলার আছাদপুর ইউনিয়ন বিএনপিসহ ও সর্বস্তরের জনগণের ব্যানারে আাছাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনমুখী জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এম এ মতিন খান। এ সময় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মতিন খান বলেন, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন হলে, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে, মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে, বিচার ব্যবস্থা স্বাধীন হবে, মানুষের বাকস্বাধীনতা ফিরে পাবে, স্বাস্থ্য সেবা নিশ্চত হবে এবং লেখা পড়ার মানোন্নয়ন হবে। এম এ মতিন উপস্থিত সকলের প্রতি আহ্বান রেখে বলেন, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ৩১ দফা বাস্তবায়ন করি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করে শহিদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গড়ার সুযোগ করে দেই।
এ সময় তিনি (২৯ নভেম্বর) নির্বাচনি আসনের তিতাস উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে গণসমাবেশে উপস্থিত থাকার জন্য সকলকে আমন্ত্রণ জানান।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহফুজ মাষ্টার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, হোমনা উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা ও কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের ভোটার মেঘনা উপজেলার বাসিন্দা কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। তারা প্রতিদিন কোনো না কোনো এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ পথসভা ও উঠান বৈঠক অব্যাহত করছে।
হোমনার বাসিন্দা সফিউল আলম ও তিতাসের বাসিন্দা আব্দুল মান্নান বলেন, মরহুম এমকে আনোয়ার মৃত্যুর পর বিগত পনেরো বছরে এই এলাকায় কোনো উন্নয়ন হয়নি, বর্তমানে বিভিন্ন অবকাঠামো এবং রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল। এছাড়াও রয়েছে বেকার সমস্যা। পাশাপাশি মাদক, বিচার বাণিজ্য, বালু বাণিজ্য, কিশোর গ্যাং ও সন্ত্রাসীদের আধিপত্য বিস্তার একটি বড় সমস্যা। আমরা সব সমস্যার স্থায়ী সমাধান চাই। যে প্রার্থী এসব সমস্যার সমাধান করতে পারবে আমরা তাকেই জনপ্রতিনিধি হিসাবে বেছে নেব।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই আসনটি বিএনপির ঘাটি হিসেবে পরিচিত ছিল। সাবেক মন্ত্রী এমকে আনোয়ার মৃত্যুর পর আসনটি বিএনপির অভিভাবক শুন্য হয়ে পড়েছে। এখানে যদি যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়া না হয়, তাহলে এই আসনের মানুষের দুর্ভাগ্য।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস-২ ও সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান বলেন, বিগত পনেরো বছরে এই আসনে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি, আমার অগ্রাধিকার থাকবে বেকার সমস্যা দুরকরণ, স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, শিক্ষার মানোন্নয়ন, রাস্তাঘাট সংস্কার, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা এবং অবকাঠামো উন্নয়নসহ একটি টেকনিক্যাল ইনস্টিটিউট ও একটি নার্সিং ইনস্টিটিউট করা আমার মূল লক্ষ।

-692292916a3c7.jpg)
