নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপি নেতা ডা. জাহিদ
যুগান্তর রিপোর্ট
২৮ নভেম্বর ২০১৮, ১৩:২১:২৮ | অনলাইন সংস্করণ
দুর্নীতি ও ফৌজদারি মামলায় বিচারিক আদালতে দুই বছরের বেশি দণ্ডপ্রাপ্ত হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না, হাইকোর্টের এমন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
এদিকে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি বিএনপি সমর্থিত চিকিৎসক নেতা ডা. এজেডএম জাহিদ হোসেনের বিরুদ্ধে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সাত সদস্যের আপিল বিভাগ আজ বুধবার সকালে এ আদেশ দেন।
ফলে দুর্নীতি মামলায় দণ্ডিত ডা. জাহিদের আবেদন খারিজ হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আর থাকল না।
দুর্নীতির অভিযোগে প্রাপ্ত সাজা (কনভিকশন অ্যান্ড সেনটেন্স) স্থগিত চেয়ে ডা. এজেডএম জাহিদ হোসেনসহ বিএনপির পাঁচ নেতার করা আবেদন গতকাল মঙ্গলবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পরে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে গতকালই সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আপিল করেন ডা. এজেডএম জাহিদ হোসেন।
আদালতে ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও খায়রুল আলম চৌধুরী। এ ছাড়া দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে মনোনয়ন পেয়েছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নির্বাচনে অংশ নিতে পারবেন না বিএনপি নেতা ডা. জাহিদ
দুর্নীতি ও ফৌজদারি মামলায় বিচারিক আদালতে দুই বছরের বেশি দণ্ডপ্রাপ্ত হলে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না, হাইকোর্টের এমন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
এদিকে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি বিএনপি সমর্থিত চিকিৎসক নেতা ডা. এজেডএম জাহিদ হোসেনের বিরুদ্ধে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনসহ সাত সদস্যের আপিল বিভাগ আজ বুধবার সকালে এ আদেশ দেন।
ফলে দুর্নীতি মামলায় দণ্ডিত ডা. জাহিদের আবেদন খারিজ হওয়ায় তার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আর থাকল না।
দুর্নীতির অভিযোগে প্রাপ্ত সাজা (কনভিকশন অ্যান্ড সেনটেন্স) স্থগিত চেয়ে ডা. এজেডএম জাহিদ হোসেনসহ বিএনপির পাঁচ নেতার করা আবেদন গতকাল মঙ্গলবার খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। পরে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে গতকালই সুপ্রিমকোর্টের আপিল বিভাগে আপিল করেন ডা. এজেডএম জাহিদ হোসেন।
আদালতে ডা. এজেডএম জাহিদ হোসেনের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও খায়রুল আলম চৌধুরী। এ ছাড়া দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এই সদস্য ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে মনোনয়ন পেয়েছেন।