যুগান্তর রিপোর্ট ৩০ ডিসেম্বর ২০১৮, ১১:৩৭ | অনলাইন সংস্করণ
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, দেশের অন্য স্থানে কি হবে জানি না। তবে সিলেট- ১ আসনে নৌকাই জিতবে। এখানে জিততে তেমন বেগ পেতে হবে না।
রোববার সকাল সাড়ে ১০ টায় নগরীর দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকার প্রার্থী ছোট ভাই আব্দুল মোমেনকে নিয়ে ভোট দেন মুহিত।ভোটদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ২০০৮ সালে উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছিল। খুব আনন্দ ছিল। তবে ২০১৪ সালে প্রতিযোগিতা না থাকায় কোনো আনন্দ ছিল না। এবার যেহেতু সব দল অংশগ্রহণ করেছে, তাই উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে, আনন্দ আছে। এ নির্বাচনে একটু উত্তেজনা আছে, সেটা থাকবেই।
এসময় কথা বলেন নৌকার প্রার্থী আবদুল মোমেন। তিনি বলেন, শান্তিপূর্ণ ভোটগ্রহণ হচ্ছে। তিনিই জয়ী হবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯