Logo
Logo
×

রাজনীতি

দুই লক্ষাধিক ভোটে জয়ী শেখ তন্ময়

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:০০ পিএম

দুই লক্ষাধিক ভোটে জয়ী শেখ তন্ময়

শেখ তন্ময়। ফাইল ছবি

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে মহাজোট প্রার্থী বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্মের উত্তরাধিকার শেখ সারহান তন্ময়ের জয়টা অনুমিতই ছিল।প্রচারে ঝড় তোলা এই সুদর্শন শেষ পর্যন্ত বিপুল ভোটে জয়ী হয়েছেন।

 

রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

 

আওয়ামী লীগের নেৌকা প্রতীকের প্রার্থী শেখ সারহান তন্ময়কে ভোটাররা বিমুখ করেননি। তিনি পেয়েছেন ২ লাখ ২১ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বী বিএনপি প্রার্থী (ধানের শীষ) এমএ সালাম পেয়েছেন ৪ হাজার ৫৯৭ ভোট।দুই লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন শেখ তন্ময়।

 

শেখ তন্ময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাতিজা শেখ হেলালের ছেলে।শেখ হেলাল বাগেরহাট-২ আসন থেকে জয়ী হয়েছেন।

 

শেখ তন্ময় আগেই জানিয়ে দিয়েছিলেন এমপি হতে পারলে সরকারি সুবিধা যেমন ফ্ল্যাট, গাড়ি ও বেতন-ভাতা নেবেন না। তিনি নেতা নন, সেবক হতে চান।

 

শেখ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম