তোফায়েলের আসনে হাতপাখা এগিয়ে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া হাতপাখা এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছে।
ভোলা-১ (সদর) ১১৩টি ভোট কেন্দ্রের সরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ ২ লাখ ৪৫ হাজার ৪০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে মুফতি ইয়াছিন নবীপুরী পেয়েছেন ৭ হাজার ৮০১ ভোট, বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর ৭ হাজার ২৯৯ ভোট, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে কেফায়েত উল্লাহ নজিব পেয়েছেন ১ হাজার ৫১৮ ও কমিউনিষ্ট পার্টি থেকে কাস্তে প্রতীক নিয়ে সোহেল আহমেদ পেয়েছেন ১ হাজার ০২ ভোট।
নির্বাচনী আইন অনুযায়ী একজন প্রার্থী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগের কম পেলে জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসাবে পরাজিত চার বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তোফায়েলের আসনে হাতপাখা এগিয়ে
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। অপরদিকে বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এছাড়া হাতপাখা এ আসনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছে।
ভোলা-১ (সদর) ১১৩টি ভোট কেন্দ্রের সরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ ২ লাখ ৪৫ হাজার ৪০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে মুফতি ইয়াছিন নবীপুরী পেয়েছেন ৭ হাজার ৮০১ ভোট, বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর ৭ হাজার ২৯৯ ভোট, জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে কেফায়েত উল্লাহ নজিব পেয়েছেন ১ হাজার ৫১৮ ও কমিউনিষ্ট পার্টি থেকে কাস্তে প্রতীক নিয়ে সোহেল আহমেদ পেয়েছেন ১ হাজার ০২ ভোট।
নির্বাচনী আইন অনুযায়ী একজন প্রার্থী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগের কম পেলে জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসাবে পরাজিত চার বিএনপি প্রার্থীর জামানত বাজেয়াপ্ত।