মির্জা ফখরুল থেকে অসত্য বক্তব্য গ্রহণযোগ্য নয়: নাসিম
সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ মে ২০১৯, ২৩:০৭:৫৯ | অনলাইন সংস্করণ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে দলের মহাসচিবের বক্তব্যকে দায়িত্বহীন মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, আদালতের রায়ে দুর্নীতির মামলায় দন্ডিত বেগম খালেদা জিয়াকে সরকার দায়িত্ববোধ থেকে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেশের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে চিকিৎসা দিচ্ছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকগণ বেগম খালেদা জিয়ার বিভিন্ন রোগ বিশ্লেষণ করে চিকিৎসা দিচ্ছেন। সরকার তার প্রতি অমানবিক আচরণ করতে পারে না।
নাসিম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন দায়িত্বশীল ব্যক্তি। তার কাছ থেকে অসত্য বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শনিবার বিকালে সিরাজগঞ্জে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫শ’ শয্যার হাসপাতাল নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
প্রায় ৯শ’ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জের শিয়ালকোলে জাতীয় নেতা শহীদ এম. মনসুর আলীর নামে স্থাপিত এই মেডিকেল কলেজের কাজের অগ্রগতিতে সাবেক এই মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, ২০২০ সালের জুন মাসে এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবার কথা। নির্মাণ কাজ শেষ হলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। সেই দিনটি সিরাজগঞ্জবাসীর জন্য একটি স্বর্ণোজ্জ্বল দিন হয়ে থাকবে।
দেশের সার্বিক উন্নয়ন ধারার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন মাইলফলক সৃষ্টি হয়েছে। এই উন্নয়নের কারণেই শেখ হাসিনাকে এদেশের জনগণ বারবার ক্ষমতায় বসিয়েছে।
পরে তাকে প্রকল্পের খুঁটিনাটি বিষয়ে অবহিত করেন গণপূর্ত বিভগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহীন রেজা। এ সময় শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল বারী তালুকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি রাশেদ ইউসুফ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন।
ইফতার মাহফিলে বিশেষ দোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা ও একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং বন্ধবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মোহাম্মদ নাসিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মির্জা ফখরুল থেকে অসত্য বক্তব্য গ্রহণযোগ্য নয়: নাসিম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে দলের মহাসচিবের বক্তব্যকে দায়িত্বহীন মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সভাপতি মোহাম্মদ নাসিম বলেছেন, আদালতের রায়ে দুর্নীতির মামলায় দন্ডিত বেগম খালেদা জিয়াকে সরকার দায়িত্ববোধ থেকে একজন রাজনৈতিক নেত্রী হিসেবে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেশের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে চিকিৎসা দিচ্ছেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকগণ বেগম খালেদা জিয়ার বিভিন্ন রোগ বিশ্লেষণ করে চিকিৎসা দিচ্ছেন। সরকার তার প্রতি অমানবিক আচরণ করতে পারে না।
নাসিম বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন দায়িত্বশীল ব্যক্তি। তার কাছ থেকে অসত্য বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শনিবার বিকালে সিরাজগঞ্জে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও ৫শ’ শয্যার হাসপাতাল নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি সংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন।
প্রায় ৯শ’ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জের শিয়ালকোলে জাতীয় নেতা শহীদ এম. মনসুর আলীর নামে স্থাপিত এই মেডিকেল কলেজের কাজের অগ্রগতিতে সাবেক এই মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, ২০২০ সালের জুন মাসে এ প্রকল্পের নির্মাণ কাজ শেষ হবার কথা। নির্মাণ কাজ শেষ হলে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। সেই দিনটি সিরাজগঞ্জবাসীর জন্য একটি স্বর্ণোজ্জ্বল দিন হয়ে থাকবে।
দেশের সার্বিক উন্নয়ন ধারার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন মাইলফলক সৃষ্টি হয়েছে। এই উন্নয়নের কারণেই শেখ হাসিনাকে এদেশের জনগণ বারবার ক্ষমতায় বসিয়েছে।
পরে তাকে প্রকল্পের খুঁটিনাটি বিষয়ে অবহিত করেন গণপূর্ত বিভগের উপ-বিভাগীয় প্রকৌশলী শাহীন রেজা। এ সময় শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল বারী তালুকদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা, জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনু, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি রাশেদ ইউসুফ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন।
ইফতার মাহফিলে বিশেষ দোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা ও একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং বন্ধবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মোহাম্মদ নাসিমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।