যুগান্তর রিপোর্ট ১৯ নভেম্বর ২০১৯, ১২:০৫ | অনলাইন সংস্করণ
দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি (অলি) থেকে এম এ বাশারকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। রাতে এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন রাজ্জাকের গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য এম এ বাশারকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির সাংগঠনিক সম্পাদক পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছেন পার্টির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীরবিক্রম ও মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
উল্লেখ্য, বাসার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছাতা প্রতীকে নির্বাচন করেছিলেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য এম এ বাসারকে এলডিপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করায় তার আর এলডিপিতে ফেরার কোনো সুযোগ থাকলো না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯