বনানীতে আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিতে তাবিথ
যুগান্তর রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৫:৩১ | অনলাইন সংস্করণ
সদ্য অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, বস্তিতে আগুন লাগে, তদন্ত কমিটিও হয়। কিন্তু কোনো তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয় না। প্রতিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে।
আগুনে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন ও ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তিনি।
শনিবার বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে তাবিথ এসব কথা বলেন।
আজ ভোররাত পৌনে চারটার দিকে বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুন লাগে। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বেলা ১১টার দিকে বস্তিতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক,বিএনপি সমর্থিত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ও ফারুক হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাবিথ আউয়াল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বনানীতে আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিতে তাবিথ
সদ্য অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, বস্তিতে আগুন লাগে, তদন্ত কমিটিও হয়। কিন্তু কোনো তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয় না। প্রতিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে।
আগুনে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন ও ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন তিনি।
শনিবার বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের দেখতে গিয়ে তাবিথ এসব কথা বলেন।
আজ ভোররাত পৌনে চারটার দিকে বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুন লাগে। সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
বেলা ১১টার দিকে বস্তিতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ান বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, বিএনপি সমর্থিত স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ও ফারুক হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাবিথ আউয়াল।