তাবিথ আউয়ালের খাবার সামগ্রী বিতরণ অব্যাহত
যুগান্তর রিপোর্ট
০৪ এপ্রিল ২০২০, ২০:৫৯:৪৭ | অনলাইন সংস্করণ
করোনা পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র মানুষের মধ্যে অব্যাহতভাবে খাবার সামগ্রী বিতরণ করছেন তাবিথ আউয়াল। বিগত সিটিনির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন তাবিথ কয়েক দিন আগেই ১৬ নম্বর ওয়ার্ডে খাবার সামগ্রী বিতরনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন। তাকে এ কাজে সহায়তাকরছেন কাউন্সিলর প্রার্থীরা।
শনিবার উত্তর সিটির ২৯ ও ৩১ নং ওয়ার্ডের গরীবদের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করেন। এ সময় এসব এলাকায় জীবাণু নাশক ওষুধও ছিটানো হয়। এ কাজে সহায়তাকরেন, উক্ত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লিটন মাহমুদ বাবু ও ছায়েদুল হক খান।
তাবিথ আউয়াল বলেন, আমরা সুবিধাবঞ্চিত ও অভাবী মানুষদের একটি তালিকা তৈরি করেছি। তাদের কাছে আমরা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছি। যাতে তারানিজেদের ঘরে নিরাপদে থাকতে পারে৷
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
তাবিথ আউয়ালের খাবার সামগ্রী বিতরণ অব্যাহত
করোনা পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র মানুষের মধ্যে অব্যাহতভাবে খাবার সামগ্রী বিতরণ করছেন তাবিথ আউয়াল। বিগত সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন তাবিথ কয়েক দিন আগেই ১৬ নম্বর ওয়ার্ডে খাবার সামগ্রী বিতরনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন। তাকে এ কাজে সহায়তা করছেন কাউন্সিলর প্রার্থীরা।
শনিবার উত্তর সিটির ২৯ ও ৩১ নং ওয়ার্ডের গরীবদের মধ্যে খাবার সামগ্রী বিতরণ করেন। এ সময় এসব এলাকায় জীবাণু নাশক ওষুধও ছিটানো হয়। এ কাজে সহায়তা করেন, উক্ত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লিটন মাহমুদ বাবু ও ছায়েদুল হক খান।
তাবিথ আউয়াল বলেন, আমরা সুবিধাবঞ্চিত ও অভাবী মানুষদের একটি তালিকা তৈরি করেছি। তাদের কাছে আমরা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছি। যাতে তারা নিজেদের ঘরে নিরাপদে থাকতে পারে৷