মহাসড়ক থেকে পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ ওবায়দুল কাদেরের

 কুমিল্লা ব্যুরো 
২৫ আগস্ট ২০২০, ০৬:৫৮ পিএম  |  অনলাইন সংস্করণ

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিষেধ করার পরও কেন মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ও পোস্টার ব্যানার থাকবে? ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুইপাশ থেকে সব ধরনের ময়লা-আবর্জনা ব্যানার-ফেস্টুন এবং পোস্টার সরিয়ে ফেলতে হবে। 

মঙ্গলবার দুপুরে কুমিল্লায় সড়ক ও জনপথ অধিদফতরের কুমিল্লা জোনের উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত ভিডিও কনফারেন্সে মন্ত্রী এ নির্দেশ দেন। 

মন্ত্রী কুমিল্লা-নোয়াখালী সড়কের ফোর লেনের উন্নয়ন কাজের ধীরগতি নিয়ে অসন্তোশ প্রকাশ করেন। এছাড়া এ জোনের সব সড়কের উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন। এছাড়া কোনো বেহাল সড়কের কারণে যেন জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সওজের কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি করোনাভাইরাসের প্রদুর্ভাব এড়াতে সব গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।

এ সময় কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ শওকত আলী, কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আহাদ উল্লাহসহ ৬টি জেলার নির্বাহী প্রকৌশলীরা ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। 
 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন