রংপুর মেডিকেলের সভাপতি হলেন সাদ এরশাদ
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন রংপুর সদর আসনের এমপি ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহগীর আল মাহি সাদ এরশাদ।
বিরোধীদলীয় হুইপ জাপা নেতা মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়ে সাদ এরশাদ নতুন সভাপতি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
১৩ মে ২০১৫ সালে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে স্থানীয় সংসদ সদস্য হিসেবে এমপি রাহগীর আল মাহি সাদ এরশাদকে এ পদে মনোনয়ন প্রদান করা হয়।
জানা গেছে, রংপুর সদর আসনের সংসদ সদস্য হিসেবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি মৃত্যুবরণ করার পর রংপুর সদর আসন শূন্য হয়ে যাওয়ায় গঙ্গাচড়ার সাংসদ মসিউর রহমান রাঙ্গাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়েছিল। এবার তা পুনরায় পরিবর্তন করা হল।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
রংপুর মেডিকেলের সভাপতি হলেন সাদ এরশাদ
রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন রংপুর সদর আসনের এমপি ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রাহগীর আল মাহি সাদ এরশাদ।
বিরোধীদলীয় হুইপ জাপা নেতা মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দিয়ে সাদ এরশাদ নতুন সভাপতি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
১৩ মে ২০১৫ সালে জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে স্থানীয় সংসদ সদস্য হিসেবে এমপি রাহগীর আল মাহি সাদ এরশাদকে এ পদে মনোনয়ন প্রদান করা হয়।
জানা গেছে, রংপুর সদর আসনের সংসদ সদস্য হিসেবে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তিনি মৃত্যুবরণ করার পর রংপুর সদর আসন শূন্য হয়ে যাওয়ায় গঙ্গাচড়ার সাংসদ মসিউর রহমান রাঙ্গাকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়েছিল। এবার তা পুনরায় পরিবর্তন করা হল।