উন্নত দেশগুলোর চেয়ে আমরা অনেক ভালো আছি: স্বাস্থ্যমন্ত্রী
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ২০:৩৩:৫৪ | অনলাইন সংস্করণ
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা প্রতিরোধে আমরা সমর্থ হয়েছি। অল্প জনবল ও চিকিৎসা সামগ্রী নিয়ে করোনা রোধে বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোর চেয়ে আমরা অনেক ভালো আছি।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়ার দড়গ্রামে সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের ৬ তলা একাডেমিক নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণের ২য় তরঙ্গের প্রকোপ লক্ষ্য করা গেছে। সরকারি পদক্ষেপের সহযোগিতায় সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।
তিনি বলেন, করোনায় পৃথিবীর অনেক দেশ অচল হয়ে পড়েছে। আবারও নতুন করে ইউরোপের রাষ্ট্রগুলোতে লকডাউন দেয়া হয়েছে। ফলে ওই সব রাষ্ট্রের অর্থনীতির চাকাও অচল হওয়ার উপক্রম হয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নির্দেশনায় আমাদের অর্থনীতি সচল রয়েছে।
মন্ত্রী বলেন, মানিকগঞ্জ পৌরসভা নির্বাচন সন্নিকটে। নৌকায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। আপনাদের আত্মীয়-পরিজনকে নৌকায় ভোট দিতে বলবেন।
কলেজ অধ্যক্ষ আহম্মেদ শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আ. মজিদ ফটো, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাস্টার, আব্দুল ওয়াদুদ বাবু, আমজাদ হোসেন লাল মিয়া, যুবলীগ সভাপতি মো. রেজাউল করিম, আ. খালেক, আব্দুর রহমান প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
উন্নত দেশগুলোর চেয়ে আমরা অনেক ভালো আছি: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় করোনা প্রতিরোধে আমরা সমর্থ হয়েছি। অল্প জনবল ও চিকিৎসা সামগ্রী নিয়ে করোনা রোধে বিশ্বে বাংলাদেশ প্রশংসিত হয়েছে। বিশ্বের উন্নত দেশগুলোর চেয়ে আমরা অনেক ভালো আছি।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়ার দড়গ্রামে সরকারি ভিকু মেমোরিয়াল কলেজের ৬ তলা একাডেমিক নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণের ২য় তরঙ্গের প্রকোপ লক্ষ্য করা গেছে। সরকারি পদক্ষেপের সহযোগিতায় সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে।
তিনি বলেন, করোনায় পৃথিবীর অনেক দেশ অচল হয়ে পড়েছে। আবারও নতুন করে ইউরোপের রাষ্ট্রগুলোতে লকডাউন দেয়া হয়েছে। ফলে ওই সব রাষ্ট্রের অর্থনীতির চাকাও অচল হওয়ার উপক্রম হয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নির্দেশনায় আমাদের অর্থনীতি সচল রয়েছে।
মন্ত্রী বলেন, মানিকগঞ্জ পৌরসভা নির্বাচন সন্নিকটে। নৌকায় ভোট দিয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। আপনাদের আত্মীয়-পরিজনকে নৌকায় ভোট দিতে বলবেন।
কলেজ অধ্যক্ষ আহম্মেদ শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান আ. মজিদ ফটো, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক মো. আফাজ উদ্দিন মাস্টার, আব্দুল ওয়াদুদ বাবু, আমজাদ হোসেন লাল মিয়া, যুবলীগ সভাপতি মো. রেজাউল করিম, আ. খালেক, আব্দুর রহমান প্রমুখ।