'বঙ্গবন্ধু জাতিকে ২৩ বছরে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন'
গাজীপুর প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ২১:৩৪:০৫ | অনলাইন সংস্করণ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির বাঁচার দাবি ৬ দফা দিয়েছিলেন। তখন পাকিস্তানি শাসকগোষ্ঠী বলেছিল- অস্ত্রের ভাষায় ৬ দফার জবাব দেয়া হবে। এরই পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া হয়েছিল। বঙ্গবন্ধু ২৩ বছর বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন, গেরিলা যুদ্ধের রণকৌশল শিখিয়েছিলেন। পরে তিনি ১ দফা অর্থাৎ স্বাধীনতার ডাক দিয়েছিলেন।
বৃহস্পতিবার বিকালে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, অধ্যাপক মখলেসুর রহমান, অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান, ছাত্রনেতা তাইয়ুবুর রহমান, বিনয় ব্যানার্জী প্রমুখ।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
'বঙ্গবন্ধু জাতিকে ২৩ বছরে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন'
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু বাঙালি জাতির বাঁচার দাবি ৬ দফা দিয়েছিলেন। তখন পাকিস্তানি শাসকগোষ্ঠী বলেছিল- অস্ত্রের ভাষায় ৬ দফার জবাব দেয়া হবে। এরই পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দেয়া হয়েছিল। বঙ্গবন্ধু ২৩ বছর বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত করেছিলেন, গেরিলা যুদ্ধের রণকৌশল শিখিয়েছিলেন। পরে তিনি ১ দফা অর্থাৎ স্বাধীনতার ডাক দিয়েছিলেন।
বৃহস্পতিবার বিকালে গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. নজরুল ইসলাম, অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, অধ্যাপক মখলেসুর রহমান, অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান, ছাত্রনেতা তাইয়ুবুর রহমান, বিনয় ব্যানার্জী প্রমুখ।