করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার চেষ্টা চলছে: হানিফ
কুষ্টিয়া প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ২২:৪২:১৮ | অনলাইন সংস্করণ
আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভ্যাকসিন সকলের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন এবং সেটা হবে বিনামূল্যে।’
বৃহস্পতিবার দুপুরে মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।
করোনার ভ্যাকসিন নিয়ে দুর্নীতি প্রসঙ্গে হানিফ বলেন, ‘যেটা বাংলাদেশে এখনো আসেইনি তার মধ্যে লুটপাটের কথা বলা দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। যেখানে বিনামূল্যে দেওয়ার চেষ্টা চলছে সেখানে লুটপাটের প্রসঙ্গ অযৌক্তিক এবং অবান্তর।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সরকার পতনের আন্দোলনের হুমকি প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপির সে সক্ষমতা নেই। বিএনপির সরকার পতনের আহ্বান এবং হুংকার শুনে জনগণ এখন হাসে। ১০ বছর ধরে তারা অজস্রবার এ কথা বলে আসছে। শুধুমাত্র কর্মীদের টিকিয়ে রাখার জন্য তারা এসব বলে। বিএনপি বা অন্য কোনো দলের আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর মতো সক্ষমতা নেই।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার চেষ্টা চলছে: হানিফ
আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভ্যাকসিন সকলের কাছে পৌঁছে দেয়ার উদ্যোগ নিয়েছেন এবং সেটা হবে বিনামূল্যে।’
বৃহস্পতিবার দুপুরে মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়ার নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।
করোনার ভ্যাকসিন নিয়ে দুর্নীতি প্রসঙ্গে হানিফ বলেন, ‘যেটা বাংলাদেশে এখনো আসেইনি তার মধ্যে লুটপাটের কথা বলা দায়িত্বশীলতার পরিচয় বহন করে না। যেখানে বিনামূল্যে দেওয়ার চেষ্টা চলছে সেখানে লুটপাটের প্রসঙ্গ অযৌক্তিক এবং অবান্তর।’
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সরকার পতনের আন্দোলনের হুমকি প্রসঙ্গে হানিফ বলেন, বিএনপির সে সক্ষমতা নেই। বিএনপির সরকার পতনের আহ্বান এবং হুংকার শুনে জনগণ এখন হাসে। ১০ বছর ধরে তারা অজস্রবার এ কথা বলে আসছে। শুধুমাত্র কর্মীদের টিকিয়ে রাখার জন্য তারা এসব বলে। বিএনপি বা অন্য কোনো দলের আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর মতো সক্ষমতা নেই।